![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
নিসর্গ মঞ্চে ঝরা মুকুলের গন্ধে সুভাষিত
ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর হলে ঘোষিত;
পাখির কল্লোলে এ নব প্রভাতের বন্দনা-গীতি,
প্রাণের শঙ্খধ্বনিতে এলো এক নতুন অতিথি।
প্রিয়, তোমাকে বলবার মত ভাষা জানা নেই
দেবার মত নেই শব্দ, বুনোশালিকের শব্দেই-
পৃথিবীর সব বর্ণমালা মুছে গেছে; শাদা কাগজে
নববর্ষের নেমন্ত্রণ দিলাম- শাদা মনের আবরণে।
©somewhere in net ltd.