![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
দেবতারাও মানুষ
আমি তুমি একই বৃত্তের হয়ত সত্ত্বা দুই,
আর সে স্রষ্টার ঘোর কেটেও গেছে!
হতে পারে মানুষের মাঝে আমি নেই;
হতে পারি আগের জন্মে ছিলাম অসুর।
সে আত্মারা আবারো হয়ত ভর করবে পাপিষ্ঠের উপর।
.
যেমন সত্য পাপ-পূণ্য আর পাপাচার!
এক ঘোরেই দীর্ঘ পুলসিরাত পারি দিই আর
এক চুমকেই গিলেছি সবটা সরাব।
সে ঘোরের মধ্যে নর্তকীর কোনো নৃত্য দেখতে পাইনি
আর হুরপরী! ও আমি কোনো কালেও ছোঁব না।
আমার ইহলোকে যে রমণীর জায়গা ছিলো
আমি তাকেও কারোর রক্ষিতা হতে দেবো না।
.
এ কোনো শব্দশৈলীর বানোয়াট কথা নয়,
বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলছি না।
এমন অনেকেই আছে আবার নাও বা থাকতে পারে
কেবল কথার কথা মাত্র না দেবতা না ভগবানের।
©somewhere in net ltd.