![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
আদর করে সুখ পাখিটার নাম দিয়েছি রাশি
মনের খাঁচায় বান্ধি তারে রাখতে ভালোবাসি।
যতন দিলাম আরো দিলাম দুধ কলাতে স্নান
তবুও পাখি গায় না সে আর আগের মত গান।
.
তারপর এক
সাজবেলাতে ডাকতে এসে চক্ষু চড়াগ গাছ
এখন আমি সব বুঝেছি এসব তোমার কাজ।
তুমিই তারে উড়তে ছেড়ে উল্টো আমায় বলো
পাখিটারে ছেড়ে দিলাম_ এবার কেমন হলো?
©somewhere in net ltd.