নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

আমি সভ্য ও নারী ও নরকের কীট : আবু রায়হান মিসবাহ্

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭


এক টুকরো কাগজের গায়ে লেখা এক শত টাকা মাত্র,
আরো তিন শত সহস্র্য বছরের ঘৃণা
ওর মুখে থুতু দিলাম;
আমি
খাবলে খাওয়া এক হিংস্র হায়েনার মত
ভদ্র সমাজে থেকে ভদ্রতার মুখোশ পড়ে
ও পাড়ায় বেশ যাই।
সত্যি বলতে এ আমার পৌরুষত্বের অহংকার!
আর আমি বুক ফুলিয়ে বলি— আমিই সমাজ এ সমাজ আমার না।
.
তারপর
বাড়ন্ত কোনো কিশোরীর বুক দেখলেই ঝাপিয়ে পড়ি,
কিংবা টেনে হেঁচড়ে ছিঁড়ে খাওয়া পুরুষ আমি—
আর সেবার যখন নরকে গেলাম
ওকে নরকের কীট ভেবে—
ওর বাম স্তনের গোলাপি বৃত্তে কামর বসিয়ে দিই;
হয়ত সে স্তন থেকে এখনো রক্ত ঝরছে,
হয়ত আবার নতুন করে পড়বে কারো কামরের দাগ,
কি বীভৎস সে চিৎকার, কুকুরের কামরে ছটফট করা এক কিশোরী;
কুকুর না ওখানে আমিই ছিলাম—
আমি! ওকে বুক দিয়ে পিষে ফেলতে চেয়েছি;
নখ দিয়ে ওর শরীরে আঁচর টানি—
তবুও ও নরকের কীট
তবুও আমি পুরুষ।
আর এটা আমার সমাজ। আমি সভ্য ও নারী, ও নরকের কীট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.