নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

সামিয়া শ্যামরোজ : আবু রায়হান মিসবাহ্

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০


মেঘের দেশে উড়তে গেলে কানা বগীর ছা–
গোমড়া মুখো ভাব যেনো তাঁর হুতুম পেঁচা!
দোয়েল-শ্যামা শালিক-টিয়া ডাকলে ওরা রোজ!
ঘুম ভাঙতেই চেঁচিয়ে ওঠে সামিয়া শ্যামরোজ।
:
শুনলেম এমন, ঘুম দেয় না ঘুম কাতুরে মেয়ে;
অনেকবেলা ঘুমিয়ে কাটায় রাত্রি কাটায় চেয়ে।
অনেক তারা গুনতে পারে সন্ধ্যা তারা সহ
বিল্লি ছানা পুষে ঠিকই ভাবতেই তা দুর্বিষহ।
:
অমনি মেয়ে মেঘ জমিয়ে ভিজে হলো ভেজাবতি
সর্দি লাগে কোলাবেঙ্গের, গর্তে পড়ে আস্ত হাতি।
তা দেখতেই সামিয়া দাঁড়ায় বেলকুনিটার বা' পাশে
কে জানতো তাঁর চোখেতে কখন ছিলো মেঘ এসে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.