![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
সুন্দর একটা সকাল রেখে গেলাম।
একটা স্নীগ্ধ আকাশ যা ওর বায়না ছিলো।
.
নীল প্রজাপতির ডানায়
ও যেদিন সাদা মেঘের পালকে স্বপ্ন বুনবে বলে
ঘাসফড়িংয়ের সাথে ডানা মেলতে চেয়েছিলো,
আমি সেই দিনটির কথা বলছি,
ভাবছি আগত এক বসন্তের কথা;
আমি চাই_
ও কোনো একটা ধানশালিকের সাথে ভাব জমাক।
আর থাক না ও ওর মত করে!
.
এখানে দুটি মুক্ত ডানার এক বাড়ন্ত কিশোরী
স্বপ্নভরা ছলছল চোখ তাঁর
আমি সে চোখের কোণে স্বপ্ন বুনি_ গড়ি তাজমহল!
আমি সে স্বপ্নের বাঁকে ছন্দের ছকে ছন্দ মিলাই
দেখি ওর মাঝে এক নতুনেরে
দেখি রোজ সাজে নোঙর ফেলছে কেউ,
এখানে ওর জন্যই পৃথিবী সাজাই-
সে পৃথিবী হোক চির নির্মল;
ও হাসবে- প্রাণ খুলে, ও নিঃশ্বাস নিবে- প্রাণ ভরে,
কথা দিলাম-
আমার এ সাজানো গোছানো সকাল
কিংবা ওর দিকে কেউ চোখ তুলে তাকাবে না।
©somewhere in net ltd.