![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
ঘুম ভাঙতেই শুনবে যেদিন দোয়েল-শ্যামার স্বর
পৌষে এক পত্র পাঠাই- রংতুলিতে টানতে আঁচর;
ঘুম ভাঙলে পাড়ার খুকির চেঁচিয়ে করে সাড়া
নিজের করেই সাজাতে আজ নতুন বসুন্ধরা।
দেখো সেদিন কৃষ্ণচূড়া ফুটলে বনে- ছন্দ মাগে,
তোমায় আমি জাগিয়ে যাবো সকাল হবার আগে।
শিমুল-পলাশ ফুটবে আরো আসবে নতুন ভোর-
বারান্দাতে দাঁড়িয়ে দেখো ডাকে রোদেলা দূপুর।
ঘুম ভাঙতেই শুনবে যেদিন দোয়েল-শ্যামার স্বর
পৌষে এক পত্র পাঠাই- রংতুলিতে টানতে আঁচর;
ঘুম ভাঙলে পাড়ার খুকির চেঁচিয়ে করে সাড়া
নিজের করেই সাজাতে আজ নতুন বসুন্ধরা।
দেখো সেদিন কৃষ্ণচূড়া ফুটলে বনে- ছন্দ মাগে,
তোমায় আমি জাগিয়ে যাবো সকাল হবার আগে।
শিমুল-পলাশ ফুটবে আরো আসবে নতুন ভোর-
বারান্দাতে দাঁড়িয়ে দেখো ডাকে রোদেলা দূপুর।
২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯
মুসাফির নামা বলেছেন: অদ্ভূত সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬
জেআইসিত্রস বলেছেন: ভাল লাগল