![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
পৌষের এক দূপুর- দূর আকাশে কেবল তাকিয়েই ছিলাম
যত দূর চোখ যায়-
এইতো সেদিন সাইবেরিয়ার দল বেঁধে আসা অতিথি পাখি
ওরাও আজ চলে যাবে
আমি তার কথা বলছি না, তবুও কবিতার টানে ঘর ছাড়ি।
.
কখন যেনো উৎসুক হেয়ালি মনে_ কবি,
লিখে দিবে একটা কবিতা?
আগন্তুক এক বসন্তে ঐ যে কৃষ্ণচূড়া গাছটি দেখোনি?
যখন আমি থাকবো না- তুমি এসো কিন্তু
যে চোখ শুকিয়ে গেছে, হয়ত সেদিন কেউ কাঁদবে না।
.
আমার কথা কি আর লিখবে!
জীবনের প্রতিটা মুহূর্ত রন্ধ্রে রন্ধ্রে বুঝে গেছি
যত দূর এসেছি— এখন নষ্ট শব্দটাই শুনতে বাকি।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০
বিজন রয় বলেছেন: জীবনের প্রতিটা মুহূর্ত রন্ধ্রে রন্ধ্রে বুঝে গেছি
যত দূর এসেছি— এখন নষ্ট শব্দটাই শুনতে বাকি।
সুন্দর।