নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

আদিকাল থেকে ঃ আবু রায়হান মিসবাহ

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪


মিথ্যে বলিনি একচুল!
নারীর ফাঁদে পা দেওয়া ছিলো পুরুষের ভুল।
খুলেন কিতাব! বেদ-পুরানের চার পাতা পড়ে;
ঈশ্বর এসে দেয় হামাগুড়ি মোল্লার কূঁড়ে ঘরে।
ভিক্ষুক এ জাতি- ডাকে যারে মক্কার আবে জমজম,
বাহ! সম্ভ্রম বেঁচে নারী দাসী দু-পয়সার পেলে মহরম।
পুরুষের যত পূণ্য সমেত ছলনাময়ীর ছিলো হাত
ধ্যান ভেঙে ছিলো ঢের দেবতার নারী সুপ্রভাত।
ডাকে মিনারে মিনারে মুয়াজ্জিন ঐ ধার্মিক চোর;
আদি আদমের কসম তারে, বল! কে ঈশ্বর তোর?
মানুষে মানুষে যত দাঙ্গা-ফাসাদ- রক্ত ঝরায় যারা
আদিকাল থেকে পিছু নেয় ডেকে নারী নয় দেবতারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.