![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
নীলাচ্ছন্ন স্নীগ্ধা
বারান্দার ওপাশটায় তখনো রোদ ছড়ানো,
খোলা চুলের এক কিশোরী! আমি এখনো শব্দ শুনি-
যৌবনের সেই কিশোরীর চলে যাওয়া পথের,
পথ মিলিয়ে যায়! পথের শেষে হয়ত পথ ছিলো;
সে পথ গুলিয়ে ফেলি
এমনি জীবনের বাঁকে ছন্দ খুঁজি;
ছন্দ হারিয়েও ফেলি।
হারানো দিনের সেই সব স্মৃতি খুব যে মনে পড়ে তাও না
কিংবা তেমন করে ভাবতে চাচ্ছি না।
আমি কেবল দূরের আকাশটা দেখি-
আকাশ মিলিয়ে যায় তবু মিথ্যে আশায় বুক বাধি।
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬
মহা সমন্বয় বলেছেন: অসাধারণ
ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর মনমুগ্ধকর। ভাল হয়ছে বলেই ভাল লেগেছে।