নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

যদি ফিরে আর নাই বা আসি : আবু রায়হান মিসবাহ

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭


যদি ফিরে আর নাই বা আসি-
যদি আর ভালো নাই বা বাসি
তবে এসো না- আজ শঙ্খের সাথে দল বেধে;
তবে বেসো না- ভিজিও না চোখ দুটো কেঁদে।
আজ আমার কেবল পড়ন্ত যৌবন-
নিরালায় তারে ভেবেছি কিছুক্ষণ!
থেমে গেলে সুমন্ত যৌবনের উচ্ছ্বাস ঠাই;
আজ আমার কবিতারা নির্বাক কেউ নাই,
কতকাল পরে কেউ বলে না- কতটা কষ্ট পেলে
মেঘনার কূল ঘেঁষে ছুঁয়ে যায় চোখ তুমি এলে।
এরপরে এক সন্ধ্যা শেষে নামে রাত;
দিনশেষে কষ্টেরা করে বড্ড আঁতাত।

নেই ধানশালিকের কোলাহল! তবু যেনো কে ডাকে আমায়-
ডাকে হাতছানি দিয়ে দূরের ঐ মিছিলে; পথে হাত বাড়ায়।
যদি রাত নেমে আসে, সে রাতের মিছিলে নামবো,
তুমি এসো- আজ আমি ভিজিয়েই তবে থামবো।
রাত বাড়ে- ক্ষণে ক্ষণে উঁকি দেয় কষ্টেরা
কত করে আজো হয়নি কো নীড়ে ফেরা।
আজ আমার যাবার এবেলা
নির্ঘুম রাত কাটে ঢের একেলা।
ছলছল চোখ ছেপে-
জানি আজ আমায় কেউ ডাকবে না
জানি আজ আমায় কেউ রাখবে না
পুরোনো স্মৃতির ফ্রেমে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অতি চমৎকার মনোমুগ্ধকর কবিতা। পড়ে মুগ্ধ হলাম, মুগ্ধতা রেখে গেলাম। ধন্যবাদ।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক সুন্দর পড়ে ভাল লাগলো।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

মহা সমন্বয় বলেছেন: অতীতে তো আর বেশিক্ষণ থাকা যায় না, ফিরে যে আসতেই হবে। :)

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

আহমেদ জী এস বলেছেন: আগন্তুক কবি ,




ভালোই লিখেছিলেন তবে সাথের ছবির যৌক্তিকতা বোঝা গেলোনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.