নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

দশ দিগন্তে হেঁটেছি : আবু রায়হান মিসবাহ

০২ রা মে, ২০১৬ সকাল ৯:২৬


প্রভু,
দশ দিগন্তে হেঁটেছি-
অনন্তকালের এই পথ পাড়ি দিতে গিয়ে
বুক ভরা নিশ্বাস নিয়ে অনেকবার দীর্ঘশ্বাস ছেড়েছি,
কেউ জানে না কিংবা রাখেনি তার খবর।
দূরের ঐ আকাশটা দেখি-
দূর নীলিমারা হাতছানি দিয়ে ডাকে;
কি বিষম সে যন্ত্রণা-
আজো আমায় কূঁড়ে কূঁড়ে খাচ্ছে,
আজ আমার বড্ড অসুখ, ওরা হাঁকছে;
কে জানে কতকাল ধরে ডাকছে।
অমনি এক এক করে সাত সাতটা পুলসিরাত পাড়ি দিলাম-
এরপর অজস্র রাত নরকে কাটিয়েছি।
কি বীভৎসই না ছিলো সে রাতগুলো,
তেরশত কোটি হুরপরী যা দিয়েছ আমায়
ওসব তোমারই থাক!
নির্ঘাত সাদালাপ।
আজ আমার পাশে নেই কেউ,
তবু খোলা জানালায় চোখ মেলে
প্রভু দূরের ঐ আকাশটা দেখো-
না পাওয়ার বেদনায় ছটফট করি
কিংবা যা কিছু দিয়েছ আমায় সব নিয়ে নাও।
প্রভু
আজ রাতে বৃষ্টি না দাও,
প্রভু
আজ আমায় ভিজিয়ে না যাও
তবু নিয়ে যাও, শত প্রতীক্ষার এ লগন,
শুধু দিয়ে যাও ভালোবাসে আমায় যে জন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:৩১

দিনাজপুরিয়া বলেছেন: অসাধারণ লিখেছেন কবি সাহেব :)

২| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৯

আরাফআহনাফ বলেছেন: "প্রভু
আজ রাতে বৃষ্টি না দাও,
প্রভু
আজ আমায় ভিজিয়ে না যাও
তবু নিয়ে যাও, শত প্রতীক্ষার এ লগন,
শুধু দিয়ে যাও ভালোবাসে আমায় যে জন।"

বৃষ্টি না হয় হোক, ভালোবাসা চাই - চাই।

ভালোবাসার কবিতায় কেউ + দেয় না কেন।
+++++।

ভালো থাকুন নিরন্তর, কবিতাদের নিয়ে।

৩| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:১৩

অযাচিত কালিদাস বলেছেন: খুুব সুন্দর।
একান্ত অব্যক্ত বেদন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.