নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যৌবনে একবার এক স্বপ্নবালিকার প্রেমে পড়ি; এখনো পড়ি_ অথচ সে প্রেম এ প্রেমে যত তফাৎ! তবুও তো একবার কিংবা প্রেমে পড়ি বারবার। প্রেমে পড়ি, রোজ কল্পনার সেই মানসীর;প্রেমে পড়তেই আমাকে করেছে ছন্নছাড়া কিংবা ভবঘুরে এক কবি!:___আবু রায়হান মিসবাহ্

আগন্তুক কবি

মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।

আগন্তুক কবি › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগে কৃষ্ণরাত _____আবু রায়হান মিসবাহ

১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫৩



ভালো লাগে সুনীল আকাশ- উদাস কোনো দূপুর;
ভালো লাগে কৃষ্ণরাত কিংবা কারো পায়ের নূপুর।
ভালো লাগে মেঘের পরে আপন তরে মেলতে ডানা
ভালো লাগে সুরের মোহে হারিয়ে যেতে দূর অজানা।

ভালো লাগে কাক ডাকা ভোর- শিশির জমা দূর্বাঘাস ;
ভালো লাগে দিনশেষে রোজ ফেলতে ঠাই দীর্ঘশ্বাস!
ভালো লাগে আমার করে টানি তোমায় কাছে-
ভালো লাগে কষ্ট কুড়াই- কষ্ট তোমার যা আছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:১৩

দ্য েস্লভ বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.