নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত পোস্ট : একাত্তরে রাজাকারদের যেভাবে শাস্তি দিয়েছিল মুক্তিযোদ্ধারা

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

নাট্য অভিনেতা মুজিবুর রহমান দিলু একজন মুক্তিযোদ্ধা : বিজয় দিবস উপলক্ষে টেলিভিশন টক শোতে আলোচনা করছিলেন ১৬ ই ডিসেমবর ঢাকার চিএ ! তিনি বলেন " : ১৬ই ডিসেমবর ঢাকায় পৌছি ।আমার কাধে রাইফেল ! ভারতীয় সেনা কর্মকর্তার সাথে রাসতার পাশে দাড়িয়ে আছি ! রাসতা দিয়ে আত্নসমর্পনকারি পাকিসতানি সেনারা লাইন করে যাচছে ! এক পাকিসতানি সেনা আমাদের গালি দিল । সাথে সাথে আমি রাইফেল তাক করলাম তার দিকে । পাশে দাড়ান ভারতীয় সেনা অফিসার আমাকে ধাককা দিয়ে আমার রাইফেল নামিয়ে ফেলল ! বলল " How come ! you are attacking a surrendered army " !!

আমার মনতব্য :

শএুকে পরাজিত করার মাধ্যমে তোমার আদর্শের বিজয় ! শএুকে ক্ষমা করার মাধ্যমে তোমার মানবিকতার বিজয় আর প্রতিশোধ নেয়ার মাধ্যমে তোমার সকল মানবিক বৈশিষটের পরাজয় !

যুদ্ধে হীংসার দরকার হয় । যুদ্ধ জয়ের পর বিজয়ের লক্ষ্য পৌছতে হীংসা সবচেয়ে খারাপ উপাদান !

সমাজ গঠনে দরকার হয় মানবিকতা উদারতা মহানুভবতা , কবিতা, গান , প্রেম , ভালবাসা !


মহান স্বাধীনতা সংগ্রামে আমার দৃষটি ভংগী :
২০১৬ এর প্রথম দিনটিতে দাড়িয়ে আমি কি বলতে চাই ?

দক্ষীন আফ্রিকার নেতা নেলসন ম্যনডেলা ! নিজ হাতে অসএ নিয়ে যুদ্ধ করেছেন বর্নবাদি সরকারের বিরুদধে ! বর্নবাদী সরকার বহু নিরপরাধ মানুষ হত্যা করেছে সেখানে ! যুদধ শেষে নেলসন ম্যনডেলা রাজনৈতিক নেতা থেকে বিজয়ি যোদ্ধা উওরন ঘটালেন মনাবতাবাদি নেতায় । শএু মিএ সবাইকে বুকে নিয়ে দেশ গড়া সংগ্রামে হাটা শুরু করলেন ! নেলসন ম্যনডেলা পৃথিবীর সবচেয়ে সমমানীত ব্যাকতি আজ !

মুকতিযুদ্ধ মানুষের জন্যেই হয়েছিল !

ভুখনডের স্বাধীনতার জন্যে সংগ্রাম আর স্বাধীন ভুখনডের সমাজের মুক্তির জন্যে সংগ্রাম আলাদা বিষয় আলাদা চ্যাপটার ! স্বাধীনতা যুদ্ধে শএু মিএ পক্ষ থাকে ! আর স্বাধীন ভুখনডের সমাজ গঠন যুদ্ধে শএু মিএ পক্ষ থাকে না । মানুষের জন্যে সবাইকে এক পক্ষে আনতে হয়- একটি - " ন্যায় ভিওিক সমাজ , সাম্যের সমাজ , মানবিক মর্যাদার সমাজ " গঠনে" - এটাই আমাদের proclamation of - liberation - আমাদের একাওরের চেতনা !


জ্ঞানের কথা : কোন কিছুই কালজয়ি হয় না ! হয় মানবিকতার মিশ্রনে উপাখ্যান !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

লিথ্যাল ব্রাহমোস বলেছেন: এইসব কি লিখছিস ? নিজে পড়তে পারস ? লাত্থাইয়া ফাকিস্তান পাঠাইয়া দিমু । আর আমার ব্লগে উঁকি মাইরা কি দেখবার চাস ? আবার আইলে তোর ফাকিস্তান দেশ তোর হোগার ভিত্রে ভইরা দেব X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.