নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

ফাঁসী

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

"Capital punishment is the most premeditated of murders."
-Albert Camus, French philosopher

“An eye for an eye makes the whole world blind.” -Mahatma Gandhi

D a r k n e s s- c a n n o t - d r i v e - o u t - D a r k n e s s . H a t e - c a n n o t - d r i v e - o u t - h a t e; .
-Martin Luther King, Jr.

“I f- w e- b e l i e v e - t h a t - m u r d e r - i s - w r o n g - i n - o u r- s o c i e t y,- t h e n- i t - h a s- t o -b e - w r o n g - f o r -e v e r y o n e,
-Helen Prejean
যদি হত্যাকানডকে সমাজে বেআইনি বলা হয় তাহলে হত্যাকারীকে হত্যাকেও বেআইনি বলতে হবে

“ I - d o -n o t - b e l i e v e - a n y - c i v i l i z e d - s o c i e t y - s h o u l d - b e- a t - t h e - s e r v i c e -o f- d e a t h. I - d o n’t- t h i n k- i t’s - h u m a n- t o -b e c o m e - a n- a g e n t - o f - t h e -a n g e l- o f -d e a t h.”
-Elie Wiesel



সভ্য দেশে ফাঁসী রহিত হচছে । দুনিয়াতে সর্বমোট ১৯৬ টি দেশের মধ্যেে ১০২ টি দেশে ফাঁসী রহিত হয়েছে । ৯৪ টি দেশে ফাঁসী কার্যকর হচছে ! এর মধ্যে ৫৬ টি মুসলিম দেশ !
একমাএ মুসলিম দেশ যেখানে ফাঁসী রহিত হয়েছে সেটি হল তুরসক !

প্রত্যেকটি অপরাধের বিচারের উদ্দ্যেশ্য হল- যাতে অনুরুপ অপরাধ সমাজে আর সংগঠিত না হতে পারে বা কেউ অনুরপ অপরাধ হতে অনুপ্রানীত না হতে পারে !

S c i e n t i f i c - s t u d i e s- h a v e- c o n s i s t e n t l y -f a i l e d - t o- d e m o n s t r a t e - t h a t- e x e c u t i o n s- d e t e r- p e o p l e - f r o m - c o m m i t t i n g - c r i m e .

কোন গবেষনাতেই প্রমানিত হয় নাই যে অপরাধের কারনে ফাসি দেয়া হয় শাসতি দেয়ার পরও অনুরুপ অপরাধ সমাজে কমেছে ।
সভ্য মানুষ করো ফাসী চাইতে পারে না। তারা ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে বড় জোর য়াবজ্জীবন চাইতে পারে ।

গানধী কোন দিন বৃটীশ শাসক কারো ফাসী চান নি, রবীঠাকুর জালিনওয়ালা বাগে বৃটীশদের হাতে নারী পুরুষ শিশু নির্বিশেষ হত্যার জন্যে বৃটীশদের নাইট উপাধি পরিত্যাগ করেছেন কিন্তু ফাসীর দাবি নিয়ে কবিতা লিখতে বসেন নি ! ফাসীর দাবীতে প্রতিহীংসা কাজ করে এখানে মানবিক দর্শন নেই !

কার আদর্শ আমি আমার উপর প্রতিসথাপিত করব ? মহামানবের না প্রথাগত রাজনীতিবিদদের ?

অপরাধির প্রতি কেমন আচরন হওয়া উচিত ?
- -- - - - - - - - - - -- - - - - - - -- - - - - - - -
অপরাধি মানুষ খুন করে বেড়াচছে ! তাকে নিয়ন্ত্রন করতে হত্যার প্রয়োজন হলে হত্যা করুন ! হত্যাকরি দমনে আপনি সেই হত্যাকরিকে হত্যা করবেন যখন হত্যা ছাড়া তাকে নিয়নন্ত্রন করা কোন ভাবেই সমভব হচছেনা ! হত্যা না করে তাকে নিয়ন্ত্রন করা গেলে বিচারের মুখোমুখি করে তাকে জেলে আবদধ করেন ও সুপথে আনার চেষটা করুন । তার আচরন মনোবিশারদ দিয়ে পরীক্ষা করে সমাজের জন্যে ক্ষতিকারক না হলে তাকে সমাজে ছেড়ে দিন !!৪০ খুন করার পর নিযাম ডাকাত আউলিয়া হতে পারলে যে কোন মানুষ পরিবর্তিত হতে পারে ! রবীন্দ্রনাথ বলেছেন : " মানুষের উপর আসথা হারান পাপ "!
হত্যাকারি অনুশোচনায় পরিবর্তিত না হলে আর সমাজের জন্যে ক্ষতিকারক হলে তাকে জেলেই আবদধ করে রাখুন এবং এক সময় তাকে ছেড়ে দিন যখন সে শারিরিক দুর্বলতার কারনে সমাজে কারো ক্ষতি করতে পারবে না ! ফাসীর বিনিময়ে হত্যাকারি যাকে হত্যা করেছে তাকে ফিরে পাওয়া গেলে হত্যাকারিকে ফাসী কাষঠে ঝুলান!

এটা শুধু রাজাকারের বেলায় নয় এটা নুর হোসেনে বেলায় ,ঐশীর বেলায় দুনিয়ার তাবৎ হত্যাকারীর বেলাতেও প্রযোজ্য

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:


ফাঁসী , অপরাধের বিরুদ্ধে রাস্ট্রের অপরাধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.