![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
শেখ মুজিবুর রহমান ৭২ সালে পার্বত্য চট্টগ্রামে গিয়ে চাকমাদের উদ্দেশ্যে বলেছিলেন " তোরা সব বাংগালী হইয়া যা " ! সেদিন শেখ সাহেব ভাষার অস্ত্র নিয়ে চাকমা জাতির উপর হামলা চালিয়েছিলেন !
বাংলা বাংলাদেশে রাষট্র ভাষা যে কারনে হয় ইসলাম বাংলাদেশে রাষট্রধর্ম ঐ একই কারনেই হয় ! এদেশের ৯০% মানুষের ভাষা বাংলা - তাই এ দেশের রাষট্রভাষা বাংলা । বাংলা ভাষার জন্যে এ দেশের মানুষে রক্ত দিয়েছে তাই এ দেশের রাষট্রভাষা বাংলা !
এ দেশের ৯০% মানুষের ধর্ম ইসলাম ! ইসলাম ধর্মের জন্যেও এ অনচলের মানুষও রক্ত দিয়েছে তাহলে ইসলাম রাষট্রধর্ম হবে না কেন?
যে যুক্তিতে বাংলা রাষট্র ভাষা সেই একই যুক্তিতে ইসলামও রাষট্র ধর্ম !
তবে -
রাষট্র হল ঘর ! ঘরে যদি একটি ভাষার সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয় অন্য ভাষা ভাষিরা সে ঘরে ঢুকবে না !
রাষট্র হল ঘর ! ঘরে যদি একটি ধর্মের সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয় অন্য ধর্মের লোকেরা সে ঘরে ঢুকবে না !
রাষট্রের কোন ভাষা নেই রাষট্রের কোন ধর্মও নেই ! রাষট্রের মানুষের ভাষা আছে - রাষট্রের মানুষের ধর্ম আছে ! রাষট্রটি তার সকল ধর্মের মানুষকে তার সকল ভাষার লোকের উপরে শেড দিয়ে রাখবে কোন নির্দিষট গােষঠির ভাষা বা ধর্মকে ধারন করে নয় !
আমাদের প্রক্লেমেইশেন অব ইনডেপনডেনট হল : বাংলাদেশ একটি সাম্যের দেশ হবে -ন্যায় বিচারের দেশ হবে- মানবিক মর্যাদার দেশ হবে ! আর এ গুলো কায়েমে দরকার রাজনৈতিক আর অর্থনৈতিক কর্মসূচী ! জাতীতাবাদ আর ধর্মের কর্মসূচী নয় ! স্বাধীনতার পর রাষট্রের মুল ভিওিতে যা সংযোজন করা হল তা হল গনতন্ত্রে , সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা আর বাংগালি জাতিয়তাবাদ ! এর মধ্যে বাংগালি জাতিয়তাবাদ ছাড়া বাকি সবই আমাদের প্রক্লেমেইশেন অব ইনডেপনডেনট বাসতবায়নে রাজনৈতিক আর অর্থনৈতিক কর্মসূচীর অনুকুলে ! বাংগালি জাতিয়তাবাদ নয় ! ধর্মনিরপেক্ষতা এনে সব ধর্মের লোকেদের প্রতি সুবিচার করলেন আবার বাংগালী জাতিয়তাবাদ এনে অন্য ভাষা ভাষি লোকেদের প্রতি অবিচার করলেন কেন ? রাষট্রের মুল ভিওিতেই একটা অসংগতি সৃষটি করা হল স্বাধীনতার পর পরই !
বাংলাদেশি জাতিয়তাবাদ সেটাও একটা misnomer ! " বাংলাদেশি " শবদটি রাষট্রিক যা নাগরিকও্ব বুঝায় ! আর জাতিয়তাবাদ শবদটি ভাষা ভিওিক - একটি ভাষা ভিওিক জাতি স্বও্বাকে বুঝায় ।
" বাংলাদেশি জাতিয়তাবাদ" শবদের অর্থ দাড়ায় -" বাংলাদেশি ভাষার এক জাতি স্বও্বা " ! "বাংলাদেশি" ভাষা বলে স্বাধীন বাংলাদেশে কোন ভাষা নেই !
আসলে জাতিয়তাবাদ শবদটিই রাষট্রের মূল ভিওি থেকে সরিয়ে ফেলা উচিত !
" বাংগালি জাতিয়তাবাদ " এ দেশকে স্বাধীন করেছে সত্য । কিন্তু রাষট্র গঠিত হওয়ার পর এ চেতনা অর্থহীন ! স্বাধীন ভুখনড সৃষটিতে সব আবেগকেই কাজে লাগাতে হয় । কিন্তু স্বাধীন হয়ে গেলে অনেক আবেগকে আবার পরিত্যাগ করতে হয় ! কারন স্বাধীনতার আগের আবেগের প্রেক্ষাপট আর স্বাধীনতার পরের আবেগের প্রেক্ষাপট এক নয় ! বিয়ের আগের প্রেমের আবহ আর বিয়ের পরের সংসারের আবহ এক নয় !
তাই ভুখনড স্বাধীন করতে ভাষার আবেগ ধর্মের আবেগকে ব্যব হার করেন ক্ষতি নেই কিন্তু ভুখনড স্বাধীন হয়ে গেলে রাষট্রকে ধর্ম বা ভাষার উপর দাড় করাতে নেই । রাষট্র দাড়াবে গনতন্ত্রের উপর যে গনতান্ত্রিক রাষট্রটি সব জাতি সও্বা সব ধর্মীয় মানব স্বও্বাকে সমান গুরুও্ব দিবে সম মর্যাদায় !
কম্যুনিষট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলীম টক শোতে এ কথাই বললেন " রাষট্রের পরিচয় হতে হবে গনতন্ত্রের উপর ! "
তার এ সূএ মেনে নিলে রাষট্রের আবরনে শুধু ধর্ম নয় কোন নির্দিষট ভাষাও আসতে পারে না !
তাই -
একটি রাষট্র ভাষার উপর রচিত হবে না ধর্মের উপরও রচিত হবে না ! গনতন্ত্রের উপর রচিত হবে সেই গনতান্ত্রিক রাষট্রটিতে সব ভাষা ভাষির সব ধর্মের লোকেরা সমান কমফোর্ট ফিল করবে রাষট্রীয় সমান আচরনে ! ইহাই গনতানএের কনসেপট !
তাহলে সরকারি ভাষা কি হবে ?
এটা বাংলা হতে পারে ইংরেজি হতে পারে হিনদী হতে পারে উর্দু হতে পরে যদি কিনা সব ভাষাভাষিরা সেটা মেনে নেয় ! সরকারি ভাষা যাই হোক সেটা নির্দিষট জাতির ভাষার উপর কখনই খড়গ হসত নয় !
এখানে উল্লেখ্য : ভারতে রাষট্রভাষা বলে কিছু নেই সেখানে আছে অফিসিয়াল ভাষা ! ভারতের অফিসিয়াল ভাষা দুটি- হিনদী আর ইংরেজি !
যথার্থ !
কারন রাষট্রের ভাষা পরিচয় থাকতে নেই - ধর্ম পরিচয়ও থাকতে নেই !
রাষট্র হল একটি বাড়ী ঐ বাড়ীতে নানান কামরা থাকবে ! নানান কামরায় নানান ভাষার নানান ধর্মের লোক বাস করবে সমান আইডেনটেটি নিয়ে সম অধিকার নিয়ে !
লিখাপড়া বা শিক্ষার মাধ্যম তাহলে কোন ভাষা হবে ?
বাংলা ইংরেজি সবই থাকবে ভুখনডের অন্য জাতির ব্যবহৃত ভাষায় পুসতক রচিত হলে সেটাও থাকবে ! যে যে ভাষার মাধ্যমে পড়তে চায় পড়বে ! এ র পাশাপাশি ইংরেজি শিখবে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ার জন্যে !
এ কথা সবাইকে মনে রাখতে হবে " ভাষা শিখা আর ভাষার মাধ্যমে শিক্ষা বা জ্ঞান নেয়া এক কথা নয় ! "
সবশেষে : রবীন্দ্রনাথের কথায় :
" রাষট্র হল ডিমের খোসা সেটি ভিতরের কুসুমকে চারিদিকে সমান ভাবে আগলে রাখবে !"
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ ভোর ৪:২০
লালূ বলেছেন: কনক্লুশন টানার আগে লজিক দিতে হয়
৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
রাসট্রের ব্যাপারে মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো যুক্ত হচ্ছে; ভাষা দরকারী বিষয়।
৪| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
লালূ বলেছেন: A national language is a language with a people and the territory they occupy. A national language may for instance represent the national identity of a nation or country.
বাংলাদেশের ন্যাশনাল আইডেনটিটি শুধু বাংলা বা বাংগালি নয় !
বাংলা ভাষার বিরােধি আমি নই! তবে বাংলা ভাষাকে রাষট্র ভাষা না বলে রাষট্রের আপিস আদালত শিক্ষা মাধ্যমের ভাষা বলা উচিত ! ভারতে রাষট্রের ভাষা বলে কিছু নেই ! সেখানে আছে অফিশিয়াল ল্যাংগুয়েজ যেটা হিনদী ও ইংরেজি ! লক্ষ্যনীয় ইংরেজি ভারতের কোন অনচলের মানুষেরই মাতৃভাষা নয় ! কিনতু ভারতের নানান ভাষা ভাষির সুবিধার জন্যে তৃতীয় একটি ভাষা যেটি বিদেশি হলেও ভারতের সব ভাষাভাষির কাছে কমন সেটি নেয়া হয়েছে আর সেটি হল ইংরেজি ! বাংলাদেশে নানান ভাষা ভাষির সুবিধার জন্যে অফিশিয়াল ল্যাংগুয়েজ বাংলার পাশাপাশি ইংরেজি রাখা উচিত কারন বৃটিশ শাসনের কারনে আমরা মানি আর না মানি এ ভাষাটির সাথে আমাদের সব ভাষাভাষিরা পরিচিত হয়ে গেছে !
মনে রাখা উচিত আনতর্জাতিক মাতৃভাষা দিবস মানে শুধু বাংলা ভাষা নয় পৃথিবীর সব ভাষা রক্ষারই শপথের দিবস ! এইদিন ঢাকায় শহীদ মিনারে সমমান জানানোর পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ভাষা ভাষির ভাষার সাথেও একাও্বতা জানান উচিত রাষট্রের তরফ থেকে ! কিনতু আমাদের দেশে ে দিবসে রাষট্র থেকে শুধু বাংলা ভাষার প্রতিই সমমান দেখান হয় ! এর কারন সমভবত: আমাদের রাষট্রের রাজনীতিবিদরা " আনতর্জাতিক মাতৃভাষা দিবস" এ বাক্যের অর্থ বুঝে না নতুবা বুঝলেও এরা প্রচনডভাবে মুর্খ ও কুপমনডুক অন্যকে কিছু দিতে রাজি নয় ! বাংলাদেশে নানান অসংগতি নানান জায়গায় বিশেষভাবে পরিলক্ষিত সেই স্বাধীনতার পর থেকেই ! এর কারনে আমরা যুকতির যায়গায় আবেগ দিয়ে সব কিছু বিনির্মান করতে চাই ! আবেগ দিয়ে যুকতিকে উড়িয়ে দেই ! ভারতে এটি হয় না । কারন ভারত স্বাধীন হলে ভারত রাষট্রটি চালানোর জন্যে একজন পনডিতের হাতে পড়ে আর আমাদের দেশে রাষট্র নায়কদের জ্ঞানের অভাব সেই স্বাধীনতার পর থেকেই পরিলক্ষিত আর এটা কমতে কমতে এখন এসে ঠেকেছে নন-মেট্রীক আর গ্রেস দিয়ে পাশ করা স্নাতকের হাতে !
সে কারনে ভুল হচছে অহর্নিশ ! ভুল আমাদেরও হচছে ! আরও লক্ষনীয় যে ভুল স্বীকার করে তাকে আবার চেপে ধরছি ভুলের গাড়লি শকতি দিয়ে !
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার সমস্যা হলো, আপনি কোনকিছু পরিস্কারভাবে বুঝেন বলে মনে হয় না।