নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

রিজার্ভ চুরি ঘটনা জানার পরও বাংলাদেশ সরকার ১ মাস চুপ ছিল

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮






-------------------------------------------------------------------------

সামহোয়্যার ব্লগ নেট কর্তৃক

*********************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

------------------------------------------------------------------



বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান ভারতে তাজমহল হোটেলে সমকাল প্রতিনিধি গৌতম লাহিড়ীকে জানান " তিনি ঘটনা জানার পর পরই যথাযথ কর্তৃপক্ষ এমনকি প্রধানমন্ত্রীকেও এ বিষয়ে অবহিত করেন ! আশচর্যজনক বাংলাদেশ সরকারের কেউ তখন এ নিয়ে কোন উচচবাচ্য করেনি বা সরকারের তরফ থেকে ঘটনাটি তদনত করার আগ্রহ প্রকাশ করা হয় নি ! ১ মাস পর ফিলিপাইনের পএিকা এ ঘটনাটি প্রকাশ করলে বাংলাদেশে হৈচৈ পড়ে যায় !



বিদেশে কর্মরত বাংলাদেশীদের ঘাম ঝরা পরিশ্রম আর দেশের গার্মেনটস কর্মীদের নিরলস পরিশ্রমের বিনিময়ে আমাদের রিজার্ভ ভরছে !

বাংলাদেশের গরীব মানুষরা দেশকে এগিয়ে নিয়ে যাচছে আর মুৎসুদদী শ্রেনী তার মালিকানা সেজে বসে আছে !
অন্য দেশ ডাকতার ইনজিনিয়ার আই টি বিশেষজ্ঞ পাঠায় বিদেশে আর আমরা পাঠাই মুলত: শ্রমিক । এই শ্রমিকরাই আমাদের রিজার্ভের ৭৫ ভাগ ভরায় দেয় ! সেই রিজার্ভ থেকে ডলার নিয়ে মুৎসুদদী শ্রেনী ও দেশের রাষট্রপতি হামিদ সাহেব সহ আমাদের রাজনীতিবিদরা সীংগাপুর লনডন আমেরিকায় চিকীৎসা নেন ! কানাডায় বেগমপাড়া বানায় ! আর টাকা চুরি হলে বলেন এটা কেন ব্যাপারই না !
২৩ টি পদমা সেতুর টাকা চুরি হয়েছে গত ৭ বছরে । ৮০ হাজার কােটি টাকা লুট হয়েছে ব্যাংক থেকে !

৪৪ বছরের আগের অপরাধের কারনে রাজাকারের ফাসীর দাবিতে গনজমায়েত হয় এ দেশে ৪৪ বছর পরেও !
কিনতু
বর্তমান লুট পাটের কারনে লুটেরাদের ফাসির দাবিতে গনজমায়েত হয় না এদেশে বর্তমানে কখনও -


##################################################################

পড়ুন আতিয়ার রহমানের সাক্ষাৎকার
--------------------------------------------

হ্যাকারদের পরিচয় শিগগিরই মিলবে
সমকালকে গভর্নর
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনার পর সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। দিলি্লর তাজমহল হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান 'সমকাল' প্রতিনিধিকে এ কথা জানান। এশিয়ার অর্থনীতির ওপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ভারত সরকার আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিলি্লতে আছেন। সম্মেলনের ফাঁকে তিনি সমকালকে জানান, বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাংকিয়ের মাধ্যমে আট কোটি ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা গোটা বিশ্বের আর্থিক ব্যবস্থার জন্য চ্যালেঞ্জরূপে আবির্ভূত হয়েছে। এখানে তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দসহ বিশ্বব্যাংক ও এডিবির কর্মকর্তাদের সঙ্গে এ ঘটনা নিয়ে আলোচনা করেছেন। হ্যাকারদের পরিচয় অচিরেই পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

ড. আতিউর রহমান বলেন, হ্যাকাররা হাতিয়ে নেওয়া অর্থ ফিলিপাইনে পাচার করে। ঘটনার পর ফিলিপাইন সরকার নানা ব্যবস্থা নিয়েছে। তারা আন্তরিকভাবে তদন্ত করছে। বিষয়টি নিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। হ্যাকাররা যে অর্থ জালিয়াতি করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তার ৮০ শতাংশ রুখে দেওয়া গেছে। আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনা যাবে।

গভর্নর বলেন, জালিয়াতি জানার পর নিউইয়র্কের ফেডারেল ব্যাংকের কাছে যখন বাংলাদেশ ব্যাংক বার্তা দেয়, তার আগেই ফেডারেল ব্যাংক অর্থ হস্তান্তর করে দেয়। এ বিষয়ে তিনি উদ্বিগ্ন কি-না জানতে চাওয়া হলে বলেন, 'আমি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে ফেডারেল ব্যাংকের ভূমিকা নিয়ে মন্তব্য করতে পারি না। তবে আশ্বাস পেয়েছি, বিষয়টির যথাযথ তদন্ত হবে।'

বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা যে 'মালওয়্যার' ভাইরাস ঢোকাতে সমর্থ হয়েছিল, তা চিহ্নিত করে প্রশমন করা গেছে। ফলে এখন আর সে ধরনের বিপদ নেই বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করছেন। তিনি বলেন, ঘটনাটি জানার পরই বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে রিপোর্ট করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এ নিয়ে বৈঠক হয়। তবে এ আলোচনার বিবরণ তিনি জানাতে চান না। তিনি জানতে পেরেছেন, বিশ্বের ৩০টি দেশের ব্যাংকে এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তাতে অনেক বড় অঙ্কের অর্থ হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। প্রতিটি দেশই এখন ডিজিটাল পথে চলেছে। হ্যাকিংয়ের আক্রমণ থেকে মোবাইল পরিসেবাও মুক্ত নয়। তিনি বলেন, এটা ঠিক, সাইবার অপরাধ বিষয়টি অপরাধ জগতের নতুন উপাদান। তাই সাইবার অপরাধ প্রতিরোধে ব্যবস্থাপনাও গড়ে তোলা হচ্ছে। একে কেবল বাংলাদেশের সমস্যা বলে চিহ্নিত করা ঠিক হবে না।

ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত রিজার্ভ যেভাবে বেড়েছে, তাতে স্বাভাবিকভাবেই বাংলাদেশ বিশ্বের আন্তর্জাতিক অপরাধীদের টার্গেট হয়ে উঠেছে। এর জন্য আমাদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। তাই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। এখানে তিনি দু'দিনব্যাপী ভারতসহ বিশ্বের বিভিন্ন ব্যাংকের গভর্নরদের সঙ্গে লাগাতার আলোচনা করছেন। গতকাল তার বিল গেটস ফাউন্ডেশনের মিলিন্ডা গেটসের সঙ্গেও বৈঠক হয়। অপরাহ্নে তিনি একটি অধিবেশনে বিশ্বব্যাংক ও এডিবির কর্তাদের সঙ্গে মিলিত হন। সৌজন্য সাক্ষাৎকার হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জন্য আইএমএফের প্রশিক্ষণ কেন্দ্র আইএমএফের আয়োজনে সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ভারতে একটি আইএমএফ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। তিনি বলেন, এটা অত্যন্ত আনন্দের কথা, আমরা আজ বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, ভারত এবং আইএমএফ একটি আঞ্চলিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে থেকে এই দেশগুলোর সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের উন্নত মানের আর্থিক ব্যবস্থা গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। পরে ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, অর্থনীতি, আর্থিক নীতির পরিকল্পনা ও ব্যবস্থাপনা, আর্থিক লেনদেন এবং তদারকির প্রশিক্ষণ দেবে এই নয়া কেন্দ্র। আইএমএফের এমডি ক্রিস্টিনা লাগার্দ বলেন, এই কেন্দ্র আর্থিক বিষয়ের নানা ক্ষেত্রের পথপ্রদর্শক হবে।

https://www.google.com/url?q=http://bangla.samakal.net/2016/03/13/199213/print&sa=U&ved=0ahUKEwi92fO6t8DLAhXLuB4KHQk6AmUQFgggMAk&client=internal-uds-cse&usg=AFQjCNGzRZPdQ2TJrDSTFsXhJYiudxjfuw

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭

মহা সমন্বয় বলেছেন: চিন্তার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.