নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

২০১৮ ইলেকশন : কার জন্যে গুরুত্ত্বপুর্ণ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯



--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------


এটা সত্য ক্ষমতায় না গিয়ে বিএনপি যতটা কাহিল তার চেয়ে বেশি কাহিল হাসিনা গনতান্ত্রীক বৈধতা পাওয়ার জন্যে ! আগামি ইলেকশনটা বিএনপির জন্যে যত গুরুও্বপুর্ন তার চেয়ে বেশিগুরুত্ত্বপুর্ন হাসিনার জন্যে !
হাসিনার উদ্দেশ্য একটাই যে কোনভাবে বিএনপিকে জাতীয় ইলেকশনে এনে হারিয়ে গনতান্ত্রীক বৈধতা পাওয়া ! গনতান্ত্রীক বৈধতাহীন হয়ে হাসিনা শত বছর শাসন করুক ! ইতিহাসে ফ্যাসিষট স্বৈরাচার হয়ে পরিচিত হয়ে থাকুক কিনতু হাসিনার অধীনে ইলেকশনে গিয়ে হেরে হাসিনার হারিয়ে যাওয়া " গনতান্ত্রের মানস কণ্যা" ব্যাজটি হাসিনার গলায় পড়িয়ে দেয়ার দায়িত্ব কি বিএনপি নিবে ! নীজে উলংগ হয়ে আওয়ামি লীগের উলংগ শরীর ঢেকে দেয়ার দায়িত্ব কি বিএনপি নিবে ?

সফলতা ও অমরত্ত্ব দুটো ভীনন জিনিস ! হাসিনা রাষট্রক্ষমতা দখল করে আছে এটা তার সফলতা কিনতু হাসিনা অমরত্ত্ব পাবেনা যদি সবার অংশগ্রহনে ইলেকশনে জিতে গণতান্ত্রীক বৈধতা না পায় ! হাসিনা এটা খুব ভাল করেই জানে তার রাজনীতি জীবনের সফলতা পাবে না যদি গণতান্ত্রীক বৈধতা না পায় ! সে কারনে হাসিনা মরিয়া বিএনপিকে তার অধীনে ইলেকশনে এনে হারিয়ে এই গণতান্ত্রীক বৈধতা বৈধতা পাওয়ার জন্যে ! এখন বিএনপিকে বেছে নিতে হবে হাসীনার অধীনে ইলেকশনে অংশ নিয়ে হেরে গিয়ে হাসিনাকে গণতান্ত্রীক বৈধতা দিবে , না হাসিনাকে বৈধতা না দিয়ে অমরত্ত্ব মেনে নিবে !
অমরত্ত্বের উপাদান থাকলে তার উপর গড়ে উঠে নতুন শক্তি !
এরশাদ আমলে বিএনপির অসংখ্য নেতা কর্মীদের দল ত্যাগ করিয়ে এরশাদ বিএনপিকে সাংগঠনিক ভাবে পংগু করে ফেলেছিল । বিএনপি সাংগঠনিক ভাবে এত দুর্বল আর কখনই হয় নি ! তার পরও রাজনীতির উপাদান ছিল বলেই দলটি আবার জেগে উঠে।
ক্ষমতা নয় রাজনীতির উপাদানই হল রাজনৈতিক দলের জীবনি শক্তি । রাজনীতির উপাদান হল মানুষের আশা আকাংখা ! সেটি দল ধারন করলে শত প্রতিকুলতার মধ্যেও দল নি:শেষ হয়ে যায় না -
তাই একটি দলকে তার জীবনি শক্তিকে টিকিয়ে রাখতে হয় - ! ক্ষমতা রাজনৈতিক দলের জীবনি শক্তি নয় - রাজনৈতিক দলের জীবনি শক্তি হল মানুষের আকাংখা সেই দল কতটুকু লালন করছে এবং শত প্রতিকুলতাতেও অপশক্তির কাছে মাথা নত না করতে কতটুকু দৃঢ় অবস্থানে সে আছে ! গাছের শিকড় সজিব থাকলে মরা গাছও বেচে উঠে -

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

টুনটুনি০৪ বলেছেন: আপনার কী মত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.