নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

হীংসা একখানে - হীংসা সবখানে

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১:৪৬




--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

-------------------------------------------------------------------------------

রাজাকার ফাসী মুক্তি যুদ্ধের চেতনা নয় -মুক্তি যুদ্ধের জিঘাংসা
হীংসা একখানে - হীংসা সব খানে !

পরাজিত শত্রুর উপর প্রতিশােধ নিতে চেও না -
শত্রুকে পরাজিত করার মধ্য দিয়ে তোমার আদর্শের বিজয় -
শত্রুকে ক্ষমা করার মধ্য দিয়ে তোমার মানবিক নৈতিকতার বিজয় -
পরাজিত শত্রুর উপর প্রতিশোধ নেয়ার মাধ্যমে তোমার নৈতিক মানবিকতার পরাজয় !!

ধর্মীয় মৌলবাদিদের চেয়েও ভাল আদর্শ নিয়ে মানুষের কাছে যাও ! মানুষ ভালটাই নিবে !
মাহাত্না গানধি , গৌতম বুদধ মানব জাতিকে আলো দেখিয়েছেন ধর্মীয় অনুভুতিকে আঘাত করে নয় ! বাংলাদেশের কথিত মুক্ত মনারা নিজেদের দার্শনিক মনে করে যা সমালোচনা করেন - সেটা বাণী হয় না - হয় গালি গালাজ আর সেটা মানুষের অনুভুতিতে আঘাত করে :
Psychological infantilism as the basis of ideological extremism
যাদের মাথা জ্ঞানে পরিপকক হয় না তারাই মৌলবাদের দিকে ঝুকে পরে ! এ টা শুধু অশিক্ষিতের মধ্যে নয় শিক্ষিতের মধ্যেও থাকে ! মৌলবাদ শুধু ধর্মের উপর হয় না আবেগের যে কোন ইস্যুর উপরই হতে পারে ! বাংলাদেশে আবেগী একটি ইস্যু হল একাওর ! এ র উপরও মৌলবাদ সৃষটি হয়েছে যে মৌলবাদিরা সব কিছু নিশচীহন করে একাওরের আবেগ বুকে ধারন করতে চায় - একাওরেে চেতনা নয় - ! চেতনা মানবিক - এটাতে Psychological infantilism থাকে না -
আদর্শ দিয়ে আদর্শের পরাজয় !
অন্ধকরাচছনন সমাজে মানুষ আলোকিত হতে চায় ! ধর্মভিওীক গােষঠি আবেগের যে আলো নিয়ে মানুষের কাছে যায় মানুষ ঐ আলোতেই আলোকিত হতে চায় !চেতনাধারীদের মানুষ পায় না তাদের পাশে । বাউলরা মানুষের পাশে যেত । তারা ধর্মের মানবিক দিক মানুষ মানুষের সামনে তুলে ধরত ! মানুষ ধর্মীয় মৌলবাদ থেকে সরে আসার চেষটা করত ! এখন সমাজে বাউল নেই চেতনাধারীরা মানুষের পাশে নেই টারা আছে টক শোতে শাহাবাগে , শহীদ মিনারে ! গ্রামে গনজে এখন ধর্মীয় গােষঠি আর সরকারের লুটেরা বা হিনী ও সরকারি দল ! লুটেরাদের কাছে মানুষ যায় না যায় ধানদাবাজরা ভাল হওয়ার প্রশনের উওর পায় না মানুষ তাদের কাছে ! ! ধর্মপনথীদের কাছে যায় মানুষ- প্রশন করে এবং উওর যেভাবেই তারা পায় মানুষ তাই বিশ্বাস করে -
মৌলবাদ বিরোধি আদর্শের বিপলব ঘটান !আপনার আচরন অপনার বিশ্বাস আপনার রাজনীতি মৌলবাদের আচরন ও তাদের বকতব্যের চেয়ে বেশী গ্র হনযোগ্য হলে মানুষ মৌলবাদকে পরাজিত করবেই ! মৌলবাদি কোন ঠাসা হবে ! মৌলবাদ পরাজয় গালিগলাজ বা সমালোচনার মধ্য দিয়ে নয় তুলনামুলক মানবিক নৈতিক আদর্শের বিচারের আংগীকে

উপসংহার :
৭১ মুকতিযুদধ ছিল ভুখনড সৃষটির - সমাজ সৃষটির নয় !ভুখনড সৃষটির যুদধ আর সমাজ সৃষটীর যুদধ এক নয় ।তফাৎটা আমাদের রাজনীতিবিদরা বুঝেন না ! আমাদের রাজনীতিবিদরা ৭১এর গলপ শুনিয়ে সমাজ গঠন করতে চায় ! গলপের মাধ্যমে সমাজ সৃষটি হয়না !
সমাজ গঠনে সংগ্রামটা হওয়া উচিত ছিল আমাদের দুর্নীতির বিরুদধে সুনীতির,অন্যায়ের বিরুদধে ন্যায়ের, অমানবিকতার বিরুদধে মানবিকতার ,অপশাসনের বিরুদধে সুশাসনের ।এই সমাজ সৃষটির যুদধটা শুরু হওয়ার কথা ছিল ৭১এ র পরপরই !সে যুদধ আমরা এখনও শুরু করতে পারিনি !পরিবর্তে ৭১এর যুদধটা আমরা এখনও করছি -

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: মহাত্তা গান্ধী বলেছিলেন _"An eye for an eye makes the whole world blind "

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উপসংহারটা সুন্দর। নতুন কিছু লিখবেন না???

৩| ১১ ই মে, ২০১৮ রাত ৩:৪৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: পরিশীলিত সুন্দর একটা সমাজ নির্মাণের যুদ্ধ শুরু হোক। আপনার সাথে সহমত পোষণ করি, দুর্নীতি, অন্যায়, অমানবিকতার বিরোদ্ধেই হোক সেই যুদ্ধটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.