![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
রাজাকার ফাসী মুক্তি যুদ্ধের চেতনা নয় -মুক্তি যুদ্ধের জিঘাংসা
হীংসা একখানে - হীংসা সব খানে !
পরাজিত শত্রুর উপর প্রতিশােধ নিতে চেও না -
শত্রুকে পরাজিত করার মধ্য দিয়ে তোমার আদর্শের বিজয় -
শত্রুকে ক্ষমা করার মধ্য দিয়ে তোমার মানবিক নৈতিকতার বিজয় -
পরাজিত শত্রুর উপর প্রতিশোধ নেয়ার মাধ্যমে তোমার নৈতিক মানবিকতার পরাজয় !!
ধর্মীয় মৌলবাদিদের চেয়েও ভাল আদর্শ নিয়ে মানুষের কাছে যাও ! মানুষ ভালটাই নিবে !
মাহাত্না গানধি , গৌতম বুদধ মানব জাতিকে আলো দেখিয়েছেন ধর্মীয় অনুভুতিকে আঘাত করে নয় ! বাংলাদেশের কথিত মুক্ত মনারা নিজেদের দার্শনিক মনে করে যা সমালোচনা করেন - সেটা বাণী হয় না - হয় গালি গালাজ আর সেটা মানুষের অনুভুতিতে আঘাত করে :
Psychological infantilism as the basis of ideological extremism
যাদের মাথা জ্ঞানে পরিপকক হয় না তারাই মৌলবাদের দিকে ঝুকে পরে ! এ টা শুধু অশিক্ষিতের মধ্যে নয় শিক্ষিতের মধ্যেও থাকে ! মৌলবাদ শুধু ধর্মের উপর হয় না আবেগের যে কোন ইস্যুর উপরই হতে পারে ! বাংলাদেশে আবেগী একটি ইস্যু হল একাওর ! এ র উপরও মৌলবাদ সৃষটি হয়েছে যে মৌলবাদিরা সব কিছু নিশচীহন করে একাওরের আবেগ বুকে ধারন করতে চায় - একাওরেে চেতনা নয় - ! চেতনা মানবিক - এটাতে Psychological infantilism থাকে না -
আদর্শ দিয়ে আদর্শের পরাজয় !
অন্ধকরাচছনন সমাজে মানুষ আলোকিত হতে চায় ! ধর্মভিওীক গােষঠি আবেগের যে আলো নিয়ে মানুষের কাছে যায় মানুষ ঐ আলোতেই আলোকিত হতে চায় !চেতনাধারীদের মানুষ পায় না তাদের পাশে । বাউলরা মানুষের পাশে যেত । তারা ধর্মের মানবিক দিক মানুষ মানুষের সামনে তুলে ধরত ! মানুষ ধর্মীয় মৌলবাদ থেকে সরে আসার চেষটা করত ! এখন সমাজে বাউল নেই চেতনাধারীরা মানুষের পাশে নেই টারা আছে টক শোতে শাহাবাগে , শহীদ মিনারে ! গ্রামে গনজে এখন ধর্মীয় গােষঠি আর সরকারের লুটেরা বা হিনী ও সরকারি দল ! লুটেরাদের কাছে মানুষ যায় না যায় ধানদাবাজরা ভাল হওয়ার প্রশনের উওর পায় না মানুষ তাদের কাছে ! ! ধর্মপনথীদের কাছে যায় মানুষ- প্রশন করে এবং উওর যেভাবেই তারা পায় মানুষ তাই বিশ্বাস করে -
মৌলবাদ বিরোধি আদর্শের বিপলব ঘটান !আপনার আচরন অপনার বিশ্বাস আপনার রাজনীতি মৌলবাদের আচরন ও তাদের বকতব্যের চেয়ে বেশী গ্র হনযোগ্য হলে মানুষ মৌলবাদকে পরাজিত করবেই ! মৌলবাদি কোন ঠাসা হবে ! মৌলবাদ পরাজয় গালিগলাজ বা সমালোচনার মধ্য দিয়ে নয় তুলনামুলক মানবিক নৈতিক আদর্শের বিচারের আংগীকে
উপসংহার :
৭১ মুকতিযুদধ ছিল ভুখনড সৃষটির - সমাজ সৃষটির নয় !ভুখনড সৃষটির যুদধ আর সমাজ সৃষটীর যুদধ এক নয় ।তফাৎটা আমাদের রাজনীতিবিদরা বুঝেন না ! আমাদের রাজনীতিবিদরা ৭১এর গলপ শুনিয়ে সমাজ গঠন করতে চায় ! গলপের মাধ্যমে সমাজ সৃষটি হয়না !
সমাজ গঠনে সংগ্রামটা হওয়া উচিত ছিল আমাদের দুর্নীতির বিরুদধে সুনীতির,অন্যায়ের বিরুদধে ন্যায়ের, অমানবিকতার বিরুদধে মানবিকতার ,অপশাসনের বিরুদধে সুশাসনের ।এই সমাজ সৃষটির যুদধটা শুরু হওয়ার কথা ছিল ৭১এ র পরপরই !সে যুদধ আমরা এখনও শুরু করতে পারিনি !পরিবর্তে ৭১এর যুদধটা আমরা এখনও করছি -
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উপসংহারটা সুন্দর। নতুন কিছু লিখবেন না???
৩| ১১ ই মে, ২০১৮ রাত ৩:৪৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: পরিশীলিত সুন্দর একটা সমাজ নির্মাণের যুদ্ধ শুরু হোক। আপনার সাথে সহমত পোষণ করি, দুর্নীতি, অন্যায়, অমানবিকতার বিরোদ্ধেই হোক সেই যুদ্ধটা।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
ব্লগার_প্রান্ত বলেছেন: মহাত্তা গান্ধী বলেছিলেন _"An eye for an eye makes the whole world blind "