![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
------------------------------------------------------------------------------
আমেরিকা :
সময়টা স্নায়ু যুদ্ধের (শুরু ১৯৪৭ - শেষ ১৯৯১ সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে ) ! দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ও রাশিয়া এক পক্ষে ছিল ! যুদ্ধে বিজয়ের পর বিশ্বকে নিয়ন্ত্রন নিয়ে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এই দুই পরাশক্তির দ্বন্দ্ব স্নায়ু যুদ্ধের সূত্রপাত ঘটায় ! দুই শক্তি বিভিনন দেশকে নিজেদের দলে ভিড়াতে থাকে তখন ! আমেরিকা বিভিনন দেশে ক্যু ঘটিয়ে আর সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের আদর্শ ছড়িয়ে দেয়ার মাধ্যমে ! ঠিক ঐ সময় বাংলাদেশের অভ্যুদুয়! শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের শাসন ক্ষমতায় আবির্ভাব ! শাসনের প্রথম দিকে শেখ মুজিব আমেরিকার সুনজরেই ছিলেন ! হেনরী কিসিনজারের বাংলাদেশ আগমন , ১৯৭৩ সালে ১ লা জানুয়ারী ভিয়েতনাম দিবসে ছাত্র ইউনিয়নের মিছিলে গুলি চালিয়ে , আমেরিকার নির্দেশে সমাজতন্ত্র ঘেষা তাজুদ্দিনকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে শেখ মুজিব আমেরিকার সুনজরেই ছিলেন ! বিপত্তিটা বাধে বাকশাল গঠনের মাধ্যমে ! আমেরিকার সুনজরে থাকা শেখ মুজিব সোভিয়েত রাশিয়ার আদলে বাকশাল গঠন করে ভিড়ে গেলেন রাশিয়ার কোটায় - আমেরিকা নাখোষ !
ভারত :
উদ্দেশ্য নিয়েই তো ভারত ৭১ এ বাংলাদেশর অভ্যুদ্বয়ের যুদ্ধে জড়িয়ে পড়ে ! উদ্দেশ্যটা কি ? ১৯৪৭ সালে পাকিসতান সৃষটির পর পরই ভারতীয় গোয়েনন্দাদের রিপোর্ট ছিল পাকিস্তানের পুর্বাঞ্চলে ভারতের নিয়ন্ত্রন প্রতিষঠা না হলে ভারতের সেভেন সিষটার স্বাধীন হয়ে যাবে - ভারতের পরিকল্পনা তখন থেকেই !
মুজিব হত্যা "র" ও সিআইএর সবুজ সংকেতে ! সিআইএর কেন সবুজ সংকেত ছিল !বাকশালের মাধ্যমে মুজিবের রাশিয়ার দিকে ঝুকে পড়ার কারনে!
ভারতের সবুজ সংকেত কেন ছিল : দেশে ফিরার সময় মুজিব কর্তৃক ভারতের পাঠান বিমান প্রত্যখান, ভারতের বাধা সও্বেও ও আই সি সমমেলনে পাকিস্তান গমন ,ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রন ইত্যাদি ঘটনায় ভারত বুঝে গিয়েছিল মুজিবই হবে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ নিয়ে ভারতের পরিকলপনা বাস্তবায়নে !
প্রথম আলোয় প্রকাশিত "বঙ্গবন্ধুর শাসনজুড়েই মার্কিনরা ষড়যন্ত্রের খবর দিয়েছে" শিরোনামের রিপোর্টে বলা হয়েছে - "একাধিক তারবার্তা সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশে একটি সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে মার্কিন ও ভারতীয় কূটনীতিকেরা সময়ে সময়ে মতবিনিময় করেছেন।"
পড়ুন
প্রথম আলো
"বঙ্গবন্ধুর শাসনজুড়েই মার্কিনরা ষড়যন্ত্রের খবর দিয়েছে"
মিজানুর রহমান খান, ঢাকা
১৪ আগস্ট ২০১৮, ১৩:৩৯
জাসদ সৃষটি করে শেখ মুজিবের বিরুদধে লেলিয়ে দেয় ভারত স্বাধীনতার পরপরই ! মহিউদ্দিন আহমেদ তার লিখা "জাসদের উথান পতন : অস্থির সময়ের রাজনীতি" বইতে জাসদ সৃষটির প্রক্ষাপট বর্ননায় বলেছেন : ১৯৬৩ সালে আবদুর রাজজাক ,কাজি আরিফ ,সিরাজুল আলম খানের সমন্বয়ে স্বাধীন বাংলা বিপলবী পরিষদ "গঠিত হয় ! "র" এ র আশীর্বাদে চিত্তরনজন সূতার ও ডা: কালিদাস বৈদ্য স্বাধীন বাংলা বিপলবী পরিষদ গঠনে জোড়াল ভুমিকা পালন করেন ! স্বাধীন বাংলা বিপলবী পরিষদ মুলত: " র " এর সৃষটি ! স্বাধীন বাংলা বিপলবী পরিষদ থেকে ৭১ এ যুদ্ধের সময় মুজিব বাহিনী এবং সেখানে থেকে স্বাধীন বাংলাদেশে "জাসদের " সৃষটি ! " শেখ মুজিবের মৃত্যুর পর জাসদের রাজনীতি টিকে নি ! যে লক্ষ্যে জাসদ সৃষটি করেছিল "র" উদ্দেশ্য সফল হওয়ার পর "র" জাসদকে গুটিয়ে নেয় -
শেখ মুজিব বাকশাল করার পর ভারত তার পাশে সমাজতন্ত্রের ধাচের একটি দেশকে মনে প্রানে স্বাগত জানাবে সেটা বিশ্বাস করাও কঠিন !
- শেখ মুজিব নীহত হওয়ার পর ভারত বাংলাদেশের মােশতাক সরকারকে স্বীকৃতি দিতে দেরি করে নি ! শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার ৫ দিন পর ২০ শে আগষট ঢাকার তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত. সমর সেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি খনদকার মোশাতাকের সংগে দেখা করেন ! তাদের হাসিমুখে করমর্দনের ছবি ভারতের : " দ্য হীনদু " পত্রিকায় প্রথম পাতায় বড় করে ছাপান হয় -
- সমর সেন ফ্রনট লাইন ম্যাগাজিনে লিখেছেন " ৭৪ এ আগষটে জুলফিকার আলি ভুট্টো শেখ মুজিবের নিমন্ত্রনে বাংলাদেশে এলে ভারতের দিক থেকে একটা হতাশা অবশ্যই তৈরি হয়েছিল " !
-ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচীব মুচকুনদ দুবে শেখ মুজিব হত্যার চার বছর পর ঢাকায় ভারতের রাষ্ট্রদূত হয়ে আসেন ! তিনি কোন রাখ ঢাক না করেই বলেন : "শেখ মুজিবের কিছু পদক্ষেপ দিল্লীর কপলে দুশচিন্তার ছাপ যে ফেলেছিল সেটা অস্বীকার করা যাবে না "
পাদটিকা: শেখ মুজিব খতম , জিয়া খতম নানান চড়াই উৎড়াই পেরিয়ে ১/১১ সৃষটি অত:পর শেখ হাসিনার ক্ষমতায় আরোহন !স্বাধীনতার ৪৭ বছর পর এই মুহুর্তে বাংলাদেশ কতটুকু ভারতের নিয়ন্ত্রনে রয়েছে বলে আপনি মনে করেন -
২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৯
লালূ বলেছেন:
উল্লেখিত ঘটনা গুলো আমার কল্পনা প্রসুত নয় ! ও গুলো ইতিহাসের ঘটে যাওয়া ঘটনা ! নানান জনের উদ্ধৃতিও আমার কল্পনা থেকে আসে নি ! ও গুলো বিভিনন জনের উক্তি;! এখানে আমার নিজস্ব কোন বক্তব্য নেই -! এ থেকে ধারনা আপনার নিজস্ব তা থেকে মন্তব্যটি আপনার নিজস্ব ধারনা প্রসুত
৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩০
ভ্রমরের ডানা বলেছেন: প্রতিউত্তর করতেও শেখেন নি আসছেন কে কে কি কি করে জানতে! হুর!
৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২
অর্থনীতিবিদ বলেছেন: তথ্যবহুল পোস্ট। পোস্টে +
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
কল্পনারস ভাল লাগল!