![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বিজয় : কিছু নিজস্ব কথা
মোহাম্মদ মাসুদ
অভিনন্দন আমেরিকার ৪৫ তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প হিলারিকে ওভার ট্রাম্প করেই দেখিয়ে দিল। এই লিড তার। আমেরিকা বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগ্রহ সারাবিশ্বে কম ছিলোনা। যার প্রভাব আমাদের ভূখণ্ডেও ছিল। নরেন্দ্র মোদি ভারতের রাজনৈতিক ইতিহাসে যেমন প্রভাব দেখিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। সেরকম একটা ভাবনা ট্রাম্প নিয়ে অতীত থেকেই আমার ছিল। কিন্তু আমেরিকান মিডিয়া-সুশীলসমাজ-বুদ্ধিজীবীরা হিলারিকে সমর্থন ও জরীপের ক্ষেত্রে যে প্রভাব দেখিয়েছেন, যার কারণে মনের ভাবনা অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। তবুও সেই আশা সরে যায়নি মন থেকে। যদিও ভারতের নরেন্দ্র মোদির মতো সেরকম ব্যবধানের প্রভাব দেখাতে পারেনি ট্রাম্প। কিন্তু সারাবিশ্ব যেরকমটা হিলারি থেকে আশা করেছিল সে জায়গায় এই ব্যবধানে (যদিও ভোটের সংখ্যায় হিলারি এগিয়ে। তবে আসল ব্যবধানটা ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে। যেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৯টি, আর হিলারির পেয়েছেন ২২৮টি।) হার কম কিছু নয়। এক্ষেত্রে লন্ডনের দৈনিক গার্ডিয়ান ট্রাম্পের এই জয়কে আখ্যায়িত করেছে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অসম্ভব রাজনৈতিক বিজয়’ হিসেবে। বিশ্বে নারী ক্ষমতায়নে এই ক্ষমতাধর রাষ্ট্র যতটা মুখে বলছে ততটা অন্তরে লালন করতে ব্যর্থ। বলা যায়, গোঁড়ামির ভেতরে তারা এখনো আবদ্ধ।
১০ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩৬
মোহা. মাসুদ বলেছেন: সেটাই ভাই। অনেক কিছুই দেখতে হবে সারাবিশ্বকে। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৯
মুচি বলেছেন: বেঁচে থাকলে আরো কত কি যে দেখে যাব......। তারপরো অভিনন্দন ট্রাম্প ভাইকে।