নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহা. মাসুদ

সাদামাটা এক লোকটার সম্পূর্ণ নাম- মোহাম্মদ মাসুদ।

মোহা. মাসুদ › বিস্তারিত পোস্টঃ

২ টাকার নোট পাচার ও ব্যবহার

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭


মোহাম্মদ মাসুদ

২ টাকা সরকারি মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রার নোট থাকলেও গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশ কয়েনেজ আইন সংশোধন করে ৫ টাকাকেও সরকারি মুদ্রা করা হয়। এই আইন সংশোধনের ফলে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট হল- ব্যাংক নোট। আর সরকারি নোট হল- ১, ২ ও ৫ টাকার নোট।
কিন্তু অতিসম্প্রতি দেখা যায়, চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বেনাপোল বন্দরে দুই দফায় দুই টাকার নোটের বড় চালানসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মাসের শুরুর দিকে ৩ নভেম্বর উদ্ধার করা হয় ২৬ হাজার ২ টাকার নোট এবং এক সপ্তাহ ব্যবধানে ১০ নভেম্বর পুনরায় জব্দ করা হয় ৪১ হাজার দুই টাকার নোট।
জনপ্রিয় এক দৈনিক পত্রিকার ভাষ্য মতে, বাংলাদেশের দুই টাকার নোট পাচারকালে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল নোম্যান্সল্যান্ডে আটক করেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার আমাহার্ট স্ট্রিট কলকাতা এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মাদ নেসারকে (৫০)। তার পাসপোর্ট নম্বর জেড-৩০২২৫৩২। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি ৪১ হাজার ৬শ'টি নতুন দুই টাকার নোট।
এরপূর্বে মাত্র এক সপ্তাহ ব্যবধানে ৩ নভেম্বর ২৬ হাজার বাংলাদেশি দুই টাকার নোটসহ আরেক পাসপোর্টধারী ভারতীয় যাত্রী নাসিমকে(২৪) আটক করেন বিজিবি। সে ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা জেলার ইকবালপুর এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এম-২০২৫৬৯৫ ।
পুলিশ আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান, এসব নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা গ্রহণ করে মাদকসেবীরা। সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাংতাও একাজে ব্যবহার করা হয়। তবে এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের দুই টাকার নতুন নোট । একদিকে শহিদ মিনারের ছবি অন্যপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুখাবয়ব অংকিত এসব নতুন দুই টাকার প্রতিটি নোট ৫ রুপিতে বিক্রি হয় মাদকক্রমে ব্যবহার করার জন্য।
আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একজন বিদেশি নাগরিকের পক্ষে বাংলাদেশে এসে এত নোট জোগাড় করা কিভাবে সম্ভব? অনুমান করেই বলা যায়, একাজের সাথে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রভাবশালী চক্রেরও হাত রয়েছে। আজ সাধারণ জনতা এসব চক্রের সাথে জড়িত সকলের শাস্তি চায়, দৃষ্টান্তমূলক ।
উল্লেখ, তিন মাস পূর্বে ১৮ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের চেষ্টার সময় জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

প্রকাশিত: মুক্তমত, snn24। লিংক: http://www.snn24.com/sn-1990

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০১

কালীদাস বলেছেন: নোট পচায়া ড্রাগ নেয়? এত মেধা বাংলাদেশের আনাচে কানাচে......

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৭

মোহা. মাসুদ বলেছেন: এই মেধা কাঙ্ক্ষিত নয়। সচেতনতা যতটুকু সম্ভব আমাদের সৃষ্টি করতে হবে এই সমাজের বুকেই।

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

ফালতু ও অপ্রয়োজনীয় পোষ্ট।

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩১

মোহা. মাসুদ বলেছেন: পোস্টটি আপনার মনে আকৃষ্ট না হতে পারার জন্য, আন্তরিকভাবে দুঃখিত। শুভ কামনা অফুরন্ত, আপনার জন্য; ভালো থাকবেন।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭

কবি এবং হিমু বলেছেন: আমাদের দেশের দুই টাকার নোটের এতো দাম!!আসলেই বাংলাদেশের টাকা এখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে :P

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৭

মোহা. মাসুদ বলেছেন: আপনার মন্তব্যে কিছুটা সময় হলেও হেসেছি। শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.