নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ হোসাইন বিন বাশার

মোহাম্মদ হোসাইন বিন বাশার › বিস্তারিত পোস্টঃ

ale imran

০৮ ই জুন, ২০১৬ রাত ২:৩৭

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। (59) যা তোমার পালকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য। কাজেই তোমরা সংশয়বাদী হয়ো না। (60) অতঃপর তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার সাথে কেউ বিবাদ করে, তাহলে বল-এসো, আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। (61)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ রাত ৩:০১

দেশপ্রেমিক পোলা বলেছেন: "আলে ইমরান: ৩১: বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।"

এখানে একটি জিনিষ লক্ষ্যনীয়। আল্লাহকে ভালবাসতে হলে নবীকে (সাঃ) অনুসরণ করতে বলেছেন আল্লাহ নিজে। অথচ আমাদের দেশের অনেক পীর নিজেদের ইচ্ছামত মুরিদদের চালায় এবং বলে তারা নাকি মুরিদদের বেহেসতে নিয়ে যাবে। অনেক ভন্ডপীর মুরিদদের বলে নামাযের কোন দরকার নেই। নবী (সাঃ) কি করেছেন সেদিকে মুরিদদেরকে কোন তাগিদ দেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.