নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক পুরুষই চায় নারীর প্রথম প্রেম হতে, আর নারী হতে চায় শেষ প্রনয়িনী।

মহারাজ মহারাজ

মহারাজ মহারাজ › বিস্তারিত পোস্টঃ

জাতি অবাক তাকিয়ে রয়

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

ধরুন গোলাম আজমের এই সাজা হওয়ার ১ মাসের মাথায় সে বার্ধক্য জনিত কারনে মারা গেল।



তাহলে আমরা কি পেলাম?

— যুদ্ধাপরাধের শাস্তি ৩০ দিন এর কারাদণ্ড !!?



আর আমরা কি দিয়েছিলাম?

—৩০ লাখ জীবন।

৩০ লাখ শহীদের বিনিময়ে, শত শত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই দেশে ৪১ বছর স্বাধীনভাবে ঘুরে বেড়িয়েছে এইসব নরপশু গোলাম আজম রা !!!



তারপর যখন জাতি একটু আশার আলো দেখল তাও নানা রাজনৈতিক মারপ্যাচে যেন ক্ষীন থেকে ক্ষীনতর হয়ে যাচ্ছে।



রায় হচ্ছে না, রায় হলে কার্যকর হচ্ছে না।

নানা ধরনের সীমাবদ্ধতা।



তারপর মানুষ তাদের অবস্থান,আশা - আকাঙ্ক্ষা ব্যাক্ত করতে গেল শাহাবাগে।

গলা ফাটালো, ফাসি চাইল।

কিন্তু কি হল?

শাহাবাগেও ঢুকল রাজনিতী নামক রাক্ষসী।



টাকা নামক রাক্ষস আর রাজনিতী নামক রাক্ষসীর কাছে হেরে গেল জাতি!

হলোনা কাঙ্খিত রায়।

জাতি হতাশ! (-_-)

অবাক তাকিয়ে রয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.