নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক পুরুষই চায় নারীর প্রথম প্রেম হতে, আর নারী হতে চায় শেষ প্রনয়িনী।

মহারাজ মহারাজ

মহারাজ মহারাজ › বিস্তারিত পোস্টঃ

"নাপিতের সাথে নাপতালি" (বিষয় :কৌতুক):D

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ছোটোবেলা থেকেই একটা দোকানে চুল কাটি।

ইদানিং ওই দোকানের নাপতাটা বেশি পার্ট নিতেছে!!

চুল ঠিকমত কাটেও না আবার পুরান কাস্টমার হিসাবে কিছু টাকা কমও নেয় না!

ব্যাটারে একটা শিক্ষা দেওয়ার চিন্তা করতেছি।

সেই উদ্দেশ্য সাধনের লক্ষে সেদিন গেলাম সেলুনে!



আমি: মে-য়া আপনে তো কোনো কাট ই জানেন না

নাপতা:কি কও ভাতিজা!!

জন্মের সময় ক্ষুর কাচি লইয়া জন্মাইলাম আর তুমি কও আমি চুল কাট জানি না!!!

আমি: আইচ্ছা ,সালমান খান কাট পারো? কত লাগবে?

নাপতা: পারি মানে ! ৬০ টাকা।

আমি: আচ্ছা দেও তো!

নাপতা : হু ××××××××××××××××××××××

এই লন!

আমি: হু, বাট আমারে মাইতেছে না! আমীর খান কাট কত?

নাপতা: ৫০ টাকা!

আমি : দেও দেখি! ওইটাই মাইরা দেও!

নাপতা:×××××××××××××××××××

এই লও হইছে।

আমি: o_O তুমি রক রে চেন?

নাপতা : হে কেডা?

আমি: আরে মেয়া! তুমি রকরেই চেন না! এই দেখ ছবি( মোবাইলে রক এর ছবি দেখাইলাম)

ওর এই কাটটা দিতে কত লাগবে?

নাপতা: ৪০ টাকা

আমি:আচ্ছা এইরকম কইরা দেও

নাপতা:××××××××××××× হইয়াগেছে।

আমি:নাহ মেয়া! ইদানিং দেখতেছি রোনালদো কাট বেশি চলতেছে! ওইটা পার?

নাপতা: হু, ×××××××××××××

আমি : হুম মোটামুটি কিন্তু এইচুল লইয়া তো বাসায় উঠতে পারমু না!

নাপতা:তাইলে এহন কি করন যায়?

আমি: নাইড়াই কইরা দেও মেয়া।

নাপতা:আইচ্ছা।..

আমি:হুম এইবার ঠিক আছে! এই লও টাকা।

নাপতা: কত দিলেন?

আমি: ক্যা? ১০ টাকা।

নাপতা: ১৯০ টাকা হইছে!

আমি: ওই ব্যাটা , লোক ডাক আমি দেখাই এই নাঊড়া হইছি। আর চাও ১৯০ টাকা!

গন খাইয়া তোর চুলও কিন্তু থাকবে না!

নাপতা:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.