![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে একটা দৃশ্য দেইখা বুঝতে পারলাম #আশিকি_২ কি পরিমানে জনমনে সাড়া জাগিয়েছে!!
ঘটনাটা এইরকম—
একটা পিচ্চি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল।
ওই গলির অপর প্রান্তে বসা একটা পিচ্চি ছেলে খুশি খুশি স্ট্র দিয়ে টেনে টেনে কাচের বোতলের প্রান ম্যাংগো জুস খাচ্ছিলো।
মেয়েটাকে দেখে ছেলেটা স্ট্রতে মুখ লাগিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল যতক্ষনে না মেয়েটা তার দৃষ্টিসীমানার বাইরে গেল।
মেয়েটা ছেলেটাকে ক্রস করা মাত্রই সেই ছেলেটা স্ট্রটা ছুড়ে ফেলে দিয়ে পুরা আশিকি -২ এক্সপ্রেশন চেহারায় এনে আশিকি-২ মদ স্টাইলে জুস খাওয়া শুরু করল!!!
আর সাথে গাইতেছিল সেই বিক্ষ্যাত সংগীত " তুম হি হো তুমি তুম হি হো মেরে আশিকি তুমহি হো ও ও !"
#বুঝেন ঠেলা
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
মহারাজ মহারাজ বলেছেন:
হুম
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
আমাবর্ষার চাঁদ বলেছেন: এখনকার পিচ্চি গুলান খুবই পাকনা