![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নকিয়া লুমিয়া মোবাইল কেনার পর খুব ভাবে আছি।
গলির সামনে হাতে নিয়ে দাড়িয়ে আছি।
এমন সময় একটা পিচ্চি এসে জিজ্ঞাস করল—
-ভাইয়া এইটা কি মোবাইল
-নকিয়া।
-দেখি
-না ভাইয়া বাচ্চাদের ধরতে হয় না!
- হেম আমারও এই মোবাইল আছে।
-তাই! দেখি!
ছেলেটা তার খেলনা মোবাইল টা বের করে দেখালো!
-খাইছে আমারে!
অইটা দেইখা আমার টা চুপ চাপ পকেটে রাইখা দিলাম।
এখন বুঝতে পারতেছি কালারফুল মোবাইলের মর্ম!
হাতে এই প্লাস্টিক এর মোবাইল দেখে খেলনা ভেবে পাশের বাসার আঙ্কেল না আবার ললি পপ কিনে ধরিয়ে দেয়!
তাইলে তো সমস্যা!ইয়ে মানে তার আবার একটা সুন্দরী মেয়ে আছে কি না *_*
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
মহারাজ মহারাজ বলেছেন: o.O
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
সাইফুল বাতেন টিটো বলেছেন: গু পোষ্ট।