![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেপান্তরের প্রান্তে গোধূলী বেলায়
আকাশ সেজেছিল বর্ণালী আভায়
বিজন দিগন্তে এক বৃক্ষ দাড়িয়ে
বৈরি সময় সব ঐশ্বর্য হারিয়ে
যেন কার প্রতিক্ষায়।
পাতা ঝরার দিন, নিঃশব্দে ঝরে
এক দুই তিন
কখনো দোল খেয়ে শুন্যে
নেমে আসে ধীরে পৃথিবীর জন্যে।
বৃক্ষের দিকে চেয়ে যেন বলে
তোমারি জন্যে এ বসন্তে যাচ্ছি চলে।
তারপর
উত্তুরে হাওয়ায় ঝরা পাতা চলে যায় দূরে
রেখে যাওয়া দীর্ঘশ্বাস শুধু হাহাকার করে ।
হঠাত নামে আঁধার চারিদিক ঘিরে
পাখিরা সব ফিরে যায় নিড়ে
কাফনের মত কুয়াশা স্পষ্ট যখন
অদ্ভুত নিস্তব্ধতা চিরিদিকে
ডালাহীন শূন্য সিন্ধুকের মতন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫১
বৃষ্টিধারা বলেছেন: রেখে যাওয় দীর্ঘশ্বাস শুধু হাহাকার করে ।