![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় জীবনানন্দ
কাকে খুঁজেছ তুমি বেবিলন, এশিরিয়া, মিশরে?
কার খোঁজে ছুটেছিলে বাংলার পথে পথে?
ঘাসের বনে উকিঁ দিয়ে খুঁজেছ কার পদ চিহ্ন?
কার আশায় ফিরবে তুমি আবার
সোনালী ধানের দেশে?
সুরঞ্জনা ফিরে আসেনি
চলে গেছে কোন যুবকের সাথে
আবার কুড়ি বছর পর হয়েছিল কি দেখা তার সাথে কুয়াশায়?
আশার আকাশে তারা নিভিয়ে সব কেন আশ্রয় খুঁজেছ
শালিখ, লক্ষীপেঁচা আর শঙ্খচিলের কাছে?
ডুবে যাওয়া পঞ্চমীর সাথে
কেন মরিবার সাধ জেগেছিল
কেন তুমি আজও হেঁটে যাও
হেটেঁছ হাজার বছর পথে পথে?
আর একবার শুধু হতাশ হয়োনা
হয়তো আসবে ফিরে কূয়াশার সুরঞ্জনা।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৫৯
মহাসাধক বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০৬
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ...............
৩| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!!!!
ধন্যবাদ।
৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার
৫| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
মহাসাধক বলেছেন: ধন্যবাদ দৃষ্টি সীমানা, বাঙ্গালী, সেলিম আনোয়ার।
৬| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক অনেক সুন্দর
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৫৫
বেলা শেষে বলেছেন: আর একবার শুধু হতাশ হয়োনা
হয়তো আসবে ফিরে কূয়াশার সুরঞ্জনা।
Good , beautiful, i like it ....