নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকার ডায়েরি

মহাসাধক

মহাসাধক

জানিনা

মহাসাধক › বিস্তারিত পোস্টঃ

গঞ্জালেসের গুপ্তধন (পর্ব ২)

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

পাতা গুলো হলদে হয়ে এসেছে। কিন্তু চমৎকার হাতের লেখা, প্রাচীন ছোঁয়া যেন এর ঐতিহাসিক গুরুত্ত বাড়িয়ে দিয়েছে। পাথর ঘাটায় জাস্টিনদের বাড়ির ভেতরে কবরের স্মৃতিফলক ভেঙ্গে বেরিয়ে আসা লোহার বাক্সের ভেতরে ছিল ডায়রি।আরও কিছুদিন হয়ত গুপ্তই থেকে যেত। কিন্তু জাস্টিন দের বর্তমান অবস্থা আর তাদের বাড়ির প্রাচীনত্ত তার প্রকাশ হতে সাহায্য করেছে।



জাস্টিনদের বাড়িটা পাথরঘাটার গির্জাটার দেয়ালঘেষা রাস্তার দক্ষিনে। প্রাচীন বাড়ি।জাস্টিনদের পুর্বপুরুষ এদেশের বাসিন্দা ছিলেননা। তারা এসেছিলেন ইউরোপ থেকে মানে আজকের পর্তুগাল থেকে। তারাই প্রথম ইউরোপীয়ান যারা পা রেখেছিল ভারতবর্ষে। ভাগ্যের খোঁজে সেই সময় এদেশে আসেন ডি রোজারিও।



জাস্টিনদের আর্থিক অবস্থা কিছুটা খারাপ যাচ্ছিল। তাই বাড়িটা ডেভেলোপারদের দিয়ে কিছু ফ্ল্যাটের মালিকানা পাবে আর মোটা অঙ্কের টাকা। রাস্তার ওপারেই নতুন বাড়ি ভাড়া করেছে। মাল পত্র সরানোর কাজ চলছিল। কাঁঠাল চাঁপার গাছটা গোড়াতেই ছিল সেই ফলক টা। এপিটাফ ছিলনা। তাই দেখতে অনেকটা ইটের স্তুপের মতই। সেটা ফেটে সেই বাক্স আজ বেরিয়ে এলো। চ্যপ্টা ছোট লোহার কৌটা যেন। মরচে ধরেছে। প্রথম দেখে জাস্টিনের বাবা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.