![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোমানের মোবাইলে রিংটোন বাজছিল। প্রথম বার ব্যর্থ। ২য় বার বাজল। এরপর আবার। বোঝা যাচ্ছে অপার থেকে যিনি ফোন করেছেন তিনি অস্থির হয়ে আছেন কোন কারণে। রুমে ঢুকেই মোবাইলটা হাতে নেয় রোমান। তিনটা কল মিস হয়েছে। তিনটিই জাস্টিনের। কল ব্যাক করে সে।
রোমানঃ কিরে কি খবর?
জাস্টিনঃ এক্ষনি বাসায় আয়?
রোমানঃ কেন?
জাস্টিনঃ এক্ষনি বাসায় আয়? কোন কথা শুনতে চাইনা?
কেটে দেয় জাস্টিন।
সাইকেলটা নিচে নামায় রোমান। চেচিঁয়ে মাকে জানায় পাথর ঘাটায় যাচ্ছে।
কদমতলীর টিলার ওপরের এক বাংলোয় থাকে রোমানরা। বাবা রেলওয়ের কর্মকর্তা।তিন বছর হল রোমান রা এই বাসায় এসেছে।
বিশ মিনিটেই রোমান হাজির হয় জাস্টিন্দের বাড়িতে।
যাচ্ছে তাই অবস্থা সারা বাড়ির।
দোতলায় জাস্টিনের রুমে চলে যায়।
রোমানঃ এত জরুরি তলব?
জাস্টিনঃ এইদেখ কি পেয়েছি?
লোহার বাক্সটা হাতে নিয়ে দেখে সে।
রোমানঃ কি এটা?
জাস্টিনঃ আমার গ্রান্ড গ্রান্ড গ্রান্ড ফাদারের কবর থেকে বেরিয়েছে?
ভেতর টা দেখ।
চামড়ায় মোড়ানো ডায়রী টা দেখে আনন্দে চিৎকার দিয়ে ঊঠে রোমান।
রোমানঃ চমতকার? মনে হচ্ছে পর্তুগীজ ভাষা।
জাস্টিনঃ ঠিক ধরেছিস
©somewhere in net ltd.