![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি অনেকে আকাশ থেকে পড়েছেন। কিন্তু কিরে কেটে কচ্চি এক বিন্দুও বাড়িয়ে কচ্চিনে। আমি ৩৬০০০ কিমি ট্রেনে চড়েছি। তবে রাস্তা ছিল একটাই। রোজ রোজ একই পথে যেতাম। ধরুন ঝাউতলা স্টেশন থাকি ভার্সিটি স্টেশন ১৫ কিমি। যাওয়া আসা দুবার।বছরে ১৫০ দিন। আট বছরে ৩৬০০০কিমি।
একলা শুধু আমি নই ইরাম ভাগ্য আরও অনেকের ছেল। যারা ৪বছরের পড়া ৬ বছর লাগায়ে অনেক বিদ্যে নিয়ে জাতির সেবা করার জন্যে বারাতাম তাদেরি কেবল এই সৌভাগ্য হয়েচে। যারা চট করে ঢুকে ৪ বছরেই পট করে বারায়ে গেচে তারা বঞ্চিত হয়েছে।কারন তাগের কিমি আর কিছু কম হয়েছে। আমাগের স্যার গেরে ধন্যবাদ।
কচ্চি গ্রামের মধ্যে থাকা চট্টগ্রাম ভার্সিটির কথা।
শর থাকি হেঁটে ত আর যাতি পারিনা। বাসে চড়লিও কষ্ট লাগে ভাড়াও লাগে।ট্রেনে বছরে ৩৬৫ টাকা। ঝাউতলা থেকে টপাক করে উঠে পড়তাম।পরের স্টেশন ষোলশহর আলি ঠেইসে মানুষ ঊঠত/
©somewhere in net ltd.