নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকার ডায়েরি

মহাসাধক

মহাসাধক

জানিনা

মহাসাধক › বিস্তারিত পোস্টঃ

বৃত্তি

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

ক্লাশ ফাইভের বছর। বার্ষিক পরীক্ষার আগেই যেন আজাব নেমে এলো। সবাই মহা উতসাহে জানতে চাইত বৃত্তি পরীক্ষা দিচ্ছত? ক্লাশে রোল কত? অংকে গতবার কত পেলে? মান সম্মানের উপর বজ্রাঘাত। বসে বসে যখন পরিকল্পনা করছি পরীক্ষা শেষে দাদী বাড়ি নানী বাড়ি কি করব তখন এই বিপদ দেখে মুষড়ে গেলাম। বাবা মায়ের উতসাহ আরও দ্বিগুণ। গেলবার কার কার ছেলে বৃত্তি পেল, কে কত মেধাবী তার বর্ণনা নিয়মিত শুনতে হত। বৃত্তি পরীক্ষার প্রাপ্তি কি? উত্তর শুনে ভক্তি উঠে গেল। টাকা পাওয়া যাবে। পত্রিকায় ছবি আসবে। ছেলেবেলা থেকে নিরহংকারী হবার সাধণা চালিয়ে যাচ্ছিলাম তাই অন্যকে খাট করার পরীক্ষায় নামার উতসাহ পাইনি। কে শোনে কার কথা। যাক কাংখিত ফলাফল হল। ফলাফল নয় অংশ গ্রহনই বড় কথা এই বাণী বুকটা জুড়িয়ে দিল।
দু বছর পার হতেই আবার একই আপদ। এর মধ্যে পাটী গণিতের উৎপাতে অংক যেন এক বিভীষিকায় রুপ নিল। পাশের চৌকাঠ পেরুতেই মগজের ত্রাহি ত্রাহি অবস্থা, যেন বাষ্প হয়ে ঊড়ে যাবার জো।
সবার পরীক্ষা শেষে কত মজা করছে। সকালে বেরিয়ে পড়ছে, দুপুরে বাসায় ফিরছে, আবার বিকেলে খেলতে যাচ্ছে। আর আমি জানালা দিয়ে দেখে হতাশায় ডুবছি।
পরীক্ষা হলের বাইরে উৎকণ্ঠিত অভিভাবক। কি আর জবাব দেব। বলেছি সব দিয়েছি। ভুল শুদ্ধ দেখার দায়িত্ব যার, তিনি দেখবেন। সরল অংক যে আমায় আধা ঘন্টা কাঁদিয়ে ছেড়েছে তা আর বলতে পারিনি। মনের ভেতর সেই বাণী ফলাফল বড় কথা নয়......। সে একই দৃশ্যের পুনারাবৃত্তি।

কে যেন কবে এইটে বৃত্তি পেয়েছিল এবং পরে ডাক্তার হয়েছিল। ফলে ডাক্তার বা ইজিনিয়ার হবার সাথে বৃত্তি পাওয়া কতটা সম্পর্কিত তা বোঝানো হত। কার কার ছেলে কত অভাব অভিযোগের মধ্যেও ভালো ফলাফল করল সেই সব পরিসংখ্যান রোজ শুনতে হত। আমার দু কানের ফুটো যে ফাঁপা পাইপ দিয়ে যুক্ত, সেকথাও তখন জানলাম। কথা সব আমার একান দিয়ে প্রবেশ করে ওপাশ দিয়ে নাকি বেরিয়ে যেত। আর আমি সেই সব মেধাবীদের অভিভাবকদের শাপ শাপান্ত করতাম। ছেলে মেয়ে ভালো ফল করেছে বলে তা এমন গর্ব করে বলার কি তা আমার বোধগম্য হতনা।

আজ সেই পরীক্ষা নাকি নেই। যারা এই আতংক দূর করেছেন তাদের অন্তত আমার পক্ষ থেকে ধন্যবাদ।
Like

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.