![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনি আব্বাস যুবা বয়সে জানতে পারল সে আসলে আব্বাস পরিবারের কেউ নয়। সে মুন্সী পরিবারের সন্তান। DNA পরীক্ষার মাধ্যমে আজ নিশ্চিত হয়েছে দুই পরিবার। অনেক দিন আগে জনি যে হাসপাতালে জন্মেছিল সেই হাসপাতালে একই দিন একই সময়ে জন্মেছিল আমান মুন্সী।
দু জনেই ইঙ্কিউবেটরে ছিল পাশাপাশি। কিন্তু নার্স ইতিহাসের অন্যতম সেরা ভুলটা করে ফেলে।
দুই পরিবার প্রতিবেশি। সম্পত্তি নিয়ে দুই পরিবারে ধর মার অবস্থা। এমন সময় এমন খবর সব কিছু স্তব্ধ করে দিল। জনি আর আমান দুজনেই তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। এতদিন জনির বাবা মা তার জন্য তার ভবিষ্যতের জন্য মুন্সীর সাথে কত লড়াই চালিয়েছে। মুন্সীও একই কাজ করেছে আমানের জন্য। এখন?
সবাই ভবিতব্য মেনে নিল। জনি ও আমান যার যার বাক্স পেটরা নিয়ে বাড়ি বদল করে ফেলল।
সবাই ভাবল এইবার দুই পরিবার পাশাপাশি সুখে শান্তিতে থাকবে। না তা হয়নি। সংঘাত চলতেই থাকল। তবে জনি এখন মুন্সী বাড়ির আর আমান আব্বাস বাড়ির হয়ে লড়াই করছে। আগের চেয়ে এখন আরো বেশি উৎসাহ আর উদ্দিপনা নিয়ে।
জনি অথবা আমানের জায়গায় নিজেকে বসালে অবস্থাটা কি খুব বেশী পাল্টাত? ভাবতে গিয়ে দাঁত ভেঙ্গে যাচ্ছে।
©somewhere in net ltd.