![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে ভাবতে লেখা আর হয়ে ওঠে না, তবে হয়ত কোন দিন আমার ভাবনা গুলো ব্লগের মাধ্যমে প্রকাশিত হতেও পারে.....
খুব ঝামেলা পূর্ণ সময় যাচ্ছে। সব কিছু কেমন কেমন যেন এলোমেলো। একে তো কোভিড-১৯ এর প্রভাব তার উপর অর্থনৈতিক দৈন্যদশা। মানুষের ধৈর্য্যের বাধ ভেঙ্গে যাচ্ছে। সমাজের প্রতি স্তরের ভঙ্গুরতা সামনে চলে আসছে। জনগণের জন্য সবচেয়ে বেশি যে সেক্টর গুলো গুরুত্বপূর্ণ তারাই এখন মাথাব্যাথার কারণ। ভাবছিলাম আমাদের স্বাস্থ্য সেক্টর মনে হয় কোভিড-১৯ এর প্রভাবে বুস্ট আপ পাবে, প্রতি জেলায় জেলায় অন্তত ১০ টা করে ভেন্টিলেটর ইন্সটল হবে, দেশের সমস্ত ডক্টরদের কাজে লাগানোর ব্যবস্থা করা হবে, দেশের সমস্ত মানুষ যাতে চিকিৎসা পায় সে ব্যবস্থা হবে। কিন্তু কিসের কি! দেশে কোভিড-১৯ পরীক্ষাই ১৫ হাজারের বেশি হয় না। মানুষ হাসপাতালে যেতেই ভয় পায়। বেশির ভাগ মানুষই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আর এর সাথে আছে দূর্নীতি গ্রস্থ মানুষ। আমার এক কাজিন ফেব্রুয়ারীর শেষের দিকে বাইক একসিডেন্ট করে । তাকে ঢাকা মেডিকেল থেকে সার্জারি করে প্লেট লাগানো হয়। গত সপ্তাহে পায়ে একটু ব্যথা হয়। সে একটা এক্সরে করে ডাক্তার দেখায় । ডাক্তার বলে ইমিডিয়েট সার্জারি করে ক্রু কেটে দিতে হবে, পারলে ওইদিনই তাকে ভর্তি করে ফেলে অথচ আমাদেরকে বলা হয়েছিল ১৮ মাস পরে প্লেট খুলতে হবে। পরবর্তিতে আমাদের পরিচিত একজন ডাক্তারকে দেখাই। উনি বলেন যে এক্সে রিপোর্ট ভাল এখন সার্জারির কোন দরকার নাই।
এখন আপনারাই বলেন কাকে বিশ্বাস করব?
বি.দ্র: লেখার একেবারেই অভ্যাস নেই। অভ্যাসটা গড়ে তুলতে চাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯
আমি সাজিদ বলেছেন: ভাইরে ম্যালপ্র্যাকটিস নিয়ে কিছু বলার নাই।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: দেশের চিকিৎসার প্রতি আমার আস্থা নেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন।আমার নিজেরই এমন অভিজ্ঞতা আছে।
যখন ঢাকায় হার্টের বাইপাস সার্জারি করতে বলে কলকাতার ডাক্তার বলে এখনই দরকার নেই।
ছয় বছর চিকিত্সা করার পর(তিন মাস পর পর )বাই পাস করালাম।