![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
।। ১।। একদিন পাঁচটা ছেলে একটা আপেল গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। এদের মধ্যে একজন ছিল খুব ইন্ট্রোভার্ট আনমনা এবং গভীর চিন্তার। বাকিরা একটু ভালই চটপটে টাইপের। ক্ষণিক বাদে আপেল গাছ থেকে একটা আপেল পড়ল। তখন ইন্ট্রোভার্ট ছেলেটি একটি পাখি উড়ে যেতে দেখতে পেল। আপেলটা বাকি চারজনের সামনে পড়ায় তারা খুব সহজে আপেলটি দেখতে পেল এবং হাতে নিয়ে দেখল আপেলটি পাখিতে ঠোকরানো। তাদের পছন্দ না হওয়ায় তারা আপেলটি ঐ ছেলেটির সামনে ছুড়ে দিল। তখন ঐ ছেলেটা আপেলটি ভালভাবে পরখকরে ব্যাগের মধ্যে রেখে দিল। ।। ২।। এক রাতে একটা গেরস্তের বাড়িতে একটা ছিচকে চোর ঢুকল। ঐ বাড়িতে বেশ কজন কাজের লোক ছিল। এদের মধ্যে একজন ছিল খুব শান্ত প্রকৃতির ও হাবাগোবা টাইপের। সেই রাতে চোরটি ঐ বাড়ীর রান্না করে ঢুকে ছিল এবং এটা সেটা চুরি করবার চেষ্টা করছিল এমন সময় ঐ ঘরে শয়নরত কাজের মেয়েটে জেগে যায় এবং চোরটিকে পাকড়াও করার চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে চোরটি পালাতে গেলে শান্ত প্রকৃতির লোকটা দেখতে পায় ঐ চোরটি ঘর থেকে পালাচ্ছে। পক্ষান্তরে অন্য লোকেরা ছায়া দেখতে পায়। পর্যায়হেতু তাদের সন্দেহের তীর ঐ লোকটির দিকে পড়ে এই ওর ঘরে গিয়ে ছিল। পরে ঐ মেয়েটির ওপর একটা ঠুনকো অপবাদ পড়ে এবং ঐ লোকটির মাধ্যমে তা সামাল দেয়া হয়। ম্যরাল: আপাতঃ দৃষ্টিতে যা দেখা হয় আসলে তা কতটুকু যুক্তিযুক্ত; যত্ন নিলে প্রতিটি বস্তু সঠিক পথে ফিরতে বাধ্য।
©somewhere in net ltd.