![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
২০ টি চিহ্ন। যা দেখে বোঝা যাবে আপনি প্রেমে আছেন...
২০. নিজের ফোন নম্বরে রিচার্জ করতে গিয়ে/অন্যকে নিজের নম্বর দিতে গিয়ে প্রেমিক বা প্রেমিকার নম্বর দিয়ে দেবার উপক্রম।
১৯. কথা বলার জন্য উশখুশ উশখুশ করে নির্জন জায়গা খোঁজা ।
১৮. টেবিলে বসে কথা বলতে বলতে কিছু আঁকাআঁকি করা [লাভ ও ফুলের চিহ্নে বেশি বেশি কলম ঘুরতে পারে]।
১৭. খেতে বসে অল্প সময়ে খেয়ে ওঠা [পেট ফাঁকা থাকতে পারে] অথবা দীর্ঘ সময় ধরে খাবার পরেও প্লেটের চার ভাগের এক ভাগো শেষ করতে না পারা।
১৬. কাছের কোন বন্ধু বান্ধব থাকলে তার কাছে গিয়ে তারা কিছু বলার আগেই হেসে হেসে কথা বলা।
১৫. পাশের রুমের বড় ভাবী বা বড় আপাদের কাছ থেকে দূরে থাকবেন [কাছে গেলে মিটিমিটি হেসে বিভিন্ন কৌশল জেনে নেবেন]।
১৪. বন্ধুরা/বান্ধবীরা কিছু খেতে চাইলে একবাক্যে আরে নারে বলে দিবেন [পরে অবশ্য খাওয়াবেন]।
১৩. আয়নায় নিজেকে অপরিচিত লাগবে কিছুদিন [আম্মুর কাছে বায়না ধরা শুরু করবেন]।
১২. বার বার আপনার প্রিয় প্রেমিক/প্রেমিকার পুরতান টেক্সট পড়বেন...।
১১. আপনি খুব ধীরে ধীরে হেঁটে যাবেন যখন তার সাথে থাকবেন।
১০. আপনি যখন তার সাথে থাকবেন লজ্জাবোধ করবেন [মুখ ও কানে অন্য অনুভূতি]।
৯. যখন তার কথা ভাববেন আপনার হার্ট পালস অনেক উঠানামা করবে [মারা গেলে দায়ী নই]।
৮.তার কথা শুনে অকারনে হাসবেন [মানুষ এখানে পাগল বলবে]।
৭. যখন তার দিকে তাকাবেন তখন তাকে ছাড়া আর কিছু দেখতে পারবেন না এমনকি অন্য কোন লোককে [শরীর দূর্বল হলে জোনাকি দেখতে পারবেন]।
৬. স্লো মোশন ও মেলোডিয়াস গান এবং কবিতার বই ও আর্ট ফ্লিম দেখা শুরু হবে।
৫. তার ভাল মন্দ ভাববেন [এটা করোনা, ওটা করো]।
৪. অনেক বড় মাপের মনে হবে তার গন্ধে [নিজের অস্তিত্ব অনুভব করবেন]।
৩. আপনাকে প্রাণোচ্ছল দেখাবে যখন তার ইতিবাচক সাড়া পাবেন [তাইরে নাইরে করতেই পারেন]..।
২. তার জন্য যেকোন কিছু করতে পারেন[সুনীল দার ১০৮টা নীল পদ্মের চেয়ে বেশি কিছু]।
১. যখন এই লেখাটা পড়ছেন তখন আপনার কাঙ্খিত মানুষটিকে খুজছেন অথবা মেলাতে চাইছেন এই লেখার সাথে [৫-৬টা মিলবে] এবং পুরোটা জুড়েই খুজবেন। সবশেষে লেখককে দায়ী করবেন [এই ব্যাটাও দেখি প্রেমে পড়েই আছে] যারা অনেক বড় মানে বিয়ে করে ছেলেমেয়ের বাবা মা এটা তারা পড়ে হাসবেন। এগুলো হবেই...তারা প্রেমে আছেন।
উৎসর্গ: যে বাচ্চারা প্রেমে ইনবক্সে বেশি দাপাদাপি করে[যাদের শরীর অতিকায় গরম] আর যারা আমাকে জ্ঞান দেয়।
স্বত্ব: (-_-)
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫
মহিদুল বেস্ট বলেছেন: KEEP TOUCH'D
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের স্ট্যাটাস কি?
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আহ, ভালবাসা....।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মহিদুল বেস্ট বলেছেন: @ইরফান সন্ধান শেষ... পকেট ভারী করবার ধান্দা
ধন্যবাদ
৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মহিদুল বেস্ট বলেছেন: জী! এইত ত ভালবাসা
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
হুমায়ুন তোরাব বলেছেন: ajib valubasa...
৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মহিদুল বেস্ট বলেছেন: আসলেই তাই
৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৩
দি সুফি বলেছেন: এডি করা বাধ্যতামূলক?
১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৫
মহিদুল বেস্ট বলেছেন: না করলেও হয়ে যাবে... এর কোন কোনটা
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
অপরিচিত অতিথি বলেছেন: ভাল টিপস। কিপ ইট আপ