![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
শনিবার। লাঞ্চ সেরে বিছানায় গা ছেড়ে দিয়েছি... একটা ফোন। সুন্দরবন কুরিয়ার থেকে বলছি... আপনি কি মধু? -জী।
পলিব্যাগে আপনার একটা পার্শ্বেল ছিল। -জী আসব।
রুম থেকে বের হলাম, গন্তব্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস। অটো চড়ে সাহেব বাজারের উদ্দেশ্যে... মণিচত্বর, রাজশাহী পৌছতেই দেখলাম রাস্তা ও পাশের আকবরিয়া হোটেলের সামনে অনেট জটলা। কিচ্ছু বুঝলাম না। অটো থেকেই বলে দিলাম.. বাঙালীর যা অবস্থা।
পার্শ্বেল নিয়ে ফিরছিলাম পায়ে হেঁটেই। প্রিয় মানুষটির দেয়া একটি পার্শ্বেল। ত যেখানে জটলা ছিল... ঐটার কোতূহল কাটতে আর দেরি হল না। কিছু পুলিশ আরো কালো পোশাকের কর্মী। আকবরীয়া হোটেলের ওপরে 'ভাই ভাই আবাসিক হোটেল[কোন নেম প্লেট দেখিনি আজো] বের করা হল নানান বয়সী ১০/১১ জন মহিলা! কার্ভার্ড ভ্যানে উঠানো হল তারপর পো পো করে চলে গেল থানার দিকে।
অফকমেন্টঃ মেয়েগুলো বিভিন্ন পেশাজীবি। দু একটা ছাত্রী, কিছু গৃহিনী আর কিছু সভ্য ধরনের মহিলা। আমি তেমন স্তম্ভিত হয়নি! তবে সেখান থেকে কিছু পুরুষের দিকেও চোখ রাখলাম। বিষয়টা দাগ কেটে গেল মনে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১০
মহিদুল বেস্ট বলেছেন: আসলেই জীবনকে জড়িয়ে সব!
ধন্যবাদ ভাই!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২০
বদরুল১০০ বলেছেন: মূল্যবোধের অবক্ষয় !
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১১
মহিদুল বেস্ট বলেছেন: ঠিক তাই
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্প কথায় কিছু গভীর কথা বলেছেন। প্রশ্নটি বেশ কঠিন। তবে এর উত্তর হচ্ছে জীবন। সবকিছুর মূলেই হলো জীবন ও বেঁচে থাকা।