![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগে-মহামারিতে কিংবা যুদ্ধে যত মানুষ মারা যায়; তারচেয়ে বেশি মানুষ মারা যায় প্রেমে-অপ্রেমে নামক এক জীবন যুদ্ধে
হায়রে বাঙালি তোরা বুঝবি রে সেদিন
শেখ হাসিনা তোদের
মাঝে থাকবে না যেদিন।
শেখ হাসিনার জন্যই আছে
মুক্তিযুদ্ধের চেতনা
তা না হলে ওসব কথা
বলাই যেত না।
করে দ্যাখ লক্ষ্য
কে পক্ষ কে বিপক্ষ
দাঁত হারিয়ে দাঁতের মর্ম
বুঝবিরে একদিন-
শেখ হাসিনা তোদের
মাঝে থাকবে না যেদিন।
কথা ও সুর: হাসান মতিউর রহমান
শিল্পী: মমতাজ
>কিন্তু কথা তা না! কথা হইল গিয়া, সাফাই গাইতে গিয়া মিথ্যাচার মিথ্যাচার লাগে! শিল্পী শৈল্পিক গুণাবলী খাইয়া ফালাইছে! আরো গান করছে মমতাজ জয়কে নিয়েও!
গেল গেল! সব গেল!
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
চেয়ারম্যান০০৭ বলেছেন: তেল
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫
একজন ঘূণপোকা বলেছেন: হ্যা তিনিই সেই হাসান মতিউর রাহমান । @খেয়া ঘাট
মমতাজের আরেকটা গান আছে গত চার দলীয় সরকারের সময় গেয়েছিল টিএসসিতে, যা লিখেছিল এই হাসান মতিই ।
গানটি হলঃ
তারেক আমাদের ভাই, ছাত্রদল ছাড়া আমাদের কোন উপায় নাই
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
রাজীব বলেছেন: উনি একজন গায়ক, বিখ্যাত গায়ক! থুক্কু গাইকা।
লেখক যেমন গান লিখেন উনি সেটি গেয়ে শুনান।
এক্ষেত্রে গানের কথায় কি আছে সেটি ওনার বিবেচ্য নয়।
উনি একজন জনপ্রিয় এম পি -ও বটে।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৬
রাজীব বলেছেন: এই বিখ্যাত এমপিকে নিয়ে আমার একটি লিখা শেয়ার করলাম,
Click This Link
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
হেডস্যার বলেছেন:
তেল তো দেয় নাই দিছে এক্কেবারে বাঘাবাড়ির 'ঘি'
এই সমস্ত তৃতীয় শ্রেনীর গায়িকা আবার হইছে সংসদ সদস্য.....ঝাতি গর্ভিত
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
মহিদুল বেস্ট বলেছেন: আহারে! তিনিরাই সব বোঝেন আমরা আমপুটি... খেয়ে যা বাঁচে তাই নিয়েই আমরা লক্করঝক্কর করি!
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪
খেয়া ঘাট বলেছেন: ইনিই কি সেই হাসান মতিউর রহমান যিনি মুজিব পরদেশীর কন্ঠে গাওয়া সেই কালজয়ী গানগুলো লিখেছিলেন?
আচ্ছা মুজিব পরদেশীর খবর কি কেউ জানেন?