![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দে আমার আশ্রয়, লেখায় আমার মুক্তি। এখানে আমি লিখি, ভেবে দেখি, আর খুঁজি মানুষের মনের গল্প।
হ্যাঁ তোমাকে আমি চিনতাম,
তোমাকে চিনি, তোমাকে অনন্তকাল চিনবো,
তুমি প্রেম.............
কবির কবিতার ছন্দ তুমি,
শিল্পীর তুলির সজীব পরশ।
তুমি স্বর্গীয় শিখা,
মানব সৃষ্টির অনুপ্রেরণা তুমি,
প্রাকৃতির চির উৎসব,
তাই তোমাকে আমি চিনতাম-চিনি-চিনবো।
©somewhere in net ltd.