| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিউদ্দিন হায়দার
শব্দে আমার আশ্রয়, লেখায় আমার মুক্তি। এখানে আমি লিখি, ভেবে দেখি, আর খুঁজি মানুষের মনের গল্প।

ভিডিওতে দেখা যায়—চলন্ত একটি সিএনজি অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন।
ভেতরে থাকা একজন হাত বাড়িয়ে ছু’রি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করছে।
যে ঝুলছিলেন, তিনি কোনো ছিনতাইকারী নন—তিনি ওই সিএনজির চালক!
নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি নিজের গাড়ি, নিজের রুটি-রুজি রক্ষার চেষ্টা করছেন।
ঘটনাটি নারায়ণগঞ্জের।
কালবেলা ও কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঘটনার খবর এসেছে।
এই দৃশ্য যেন এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি—আমাদের সময়ের, আমাদের সমাজের।
এক সময় আমরা বলতাম—বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
হ্যাঁ, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ভবন উঠেছে, আলো বেড়েছে।
কিন্তু সেই আলোর নিচেই কি আমরা হারাচ্ছি মানবিকতা?
একজন শ্রমজীবী মানুষ যখন নিজের জীবন বাজি রেখে গাড়ি বাঁচাতে ঝুলে থাকেন,
তখন শুধু একজন চালকের সাহস নয়—
এটা পুরো সমাজের নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি।
আজ মানুষ শুধু জীবিকার জন্য নয়, বাঁচার জন্যও লড়ছে।
আইনশৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ, মানুষের প্রতি দায়বদ্ধতা—
সবকিছুই যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে।
এই বাংলাদেশ আমরা চাইনি।
যে বাংলাদেশে একজন ভাই নিজের রুটির গাড়ি বাঁচাতে জীবনকে ঝুঁকির সামনে ফেলবে,
আর পাশের মানুষ ভিডিও করবে—সাহায্য নয়, শেয়ার দেবে!
আমরা উন্নয়ন চাই, কিন্তু সেই উন্নয়নে মানবিকতা থাকতে হবে।
আমরা আধুনিকতা চাই, কিন্তু তার সঙ্গে মানুষত্ব যেন হারিয়ে না যায়
এই পোস্টটি কোনো নেতিবাচকতা ছড়ানোর জন্য নয়—
বরং আমাদের সবাইকে একটু ভাবানোর জন্য।
যাতে আগামীতে কোনো সিএনজি চালককে ঝুলে নিজের জীবন বাঁচাতে না হয়,
যাতে আমরা সত্যিকারের “ভালো লাগার বাংলাদেশ” ফিরে পাই।
২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯
মহিউদ্দিন হায়দার বলেছেন: “আপনার মন্তব্য বাস্তবতারই প্রতিধ্বনি। চুরি আর ছিনতাইয়ের এই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ নয়। আমরা চাই নিরাপদ, মানবিক এক দেশ— যেখানে মানুষ মানুষকে ভয় নয়, ভরসা দেবে।”
২|
২৫ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা নেই বলেই দেশের আজ এই অবস্থা।
দেশের সকল খারাপ লোক উজাইছে।
২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪১
মহিউদ্দিন হায়দার বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে অনেক বাস্তবতা বদলায়, কিন্তু সমাজের নৈতিক অবক্ষয় বা মানবিক মূল্যবোধের সংকট শুধু একজন ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতির কারণে ঘটে না। আমাদের প্রত্যেকের দায়িত্বশীলতা, সচেতনতা আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসই পারে এই পরিস্থিতি বদলাতে।
৩|
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আশাকরি, এরপর থেকে কোন ব্লগার "সিএনজি হাইজাক" করবেন না।
২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১২
মহিউদ্দিন হায়দার বলেছেন: হা হা, চিন্তা নেই! ব্লগারদের এখনো সেই লেভেলের “অ্যাকশন হিরো” হয়ে ওঠা বাকি!
লেখাটা “হাইজাকের ট্রেনিং ম্যানুয়াল” না, বরং সমাজ নামের রাস্তায় কীভাবে মানবতা মাঝেমধ্যে উল্টে পড়ে, সেটা দেখানোর চেষ্টা।
আমরাও চাই—বাংলাদেশ এমন জায়গায় যাক, যেখানে কেবল ভালোবাসাই “হাইজ্যাক” করবে মানুষের মন।
৪|
২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:২১
সৈয়দ কুতুব বলেছেন: চুরি ও ছিনতাই বেড়েছে।