নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্গানিক কৃষি প্রযুক্তি

অর্গানিক কৃষি প্রযুক্তি

মোহাম্মদ মহি উদ্দীন চেীধুরী

অর্গানিক কৃষি প্রযুক্তি › বিস্তারিত পোস্টঃ

ভার্মিকম্পোস্টঃ- একটি পরিবেশ বান্ধব জৈব সার

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

ভার্মিকম্পোস্টঃ- একটি পরিবেশ বান্ধব জৈব সার

বাংলাদেশ কৃষি প্রধান দেশ । এদেশের মাটি বিভিন্ন ভাবে ক্ষয়প্রাপ্ত হ্ওয়ায় মাটির ভৌত গঠনের অবনতি,মাটিতে জৈব পদার্থের পরিমান দ্রুত হ্রাস (১*৫% ) নিচে পাচ্ছে , জমিতে রাসায়নিক সার প্রয়োগের পরিমাণ দিনদিন বৃদ্বি পাচ্ছে,পর্যাপ্ত পরিমাণ আর্বজনা ,আর সেগুলির সুষ্ঠ সংরক্ষণ ব্যাবস্হা না থাকায় রাস্তা-ঘাট ,ড্রেন খাল-বিল ,নদীতে ফেলে দেয়া হচ্ছে যা সেখানে পঁচে পানি ্ও বাতাস মারাত্নাক ভাবে দূষিত করছে এবং বিনষ্ট হচ্ছে পরিবেশ। আর এখানেই শেষ নয় এই দূষিত পানি ব্যাবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষসহ বিভিন্ন পশু পাখি আর হারিয়ে যাচ্ছে মাছ, বন্ধ হচ্ছে বংশবিস্তার । ভার্মিকম্পোস্ট তৈরি করে এসব আবর্জনার সঠিক ব্যবহার সম্ভব। এসব আবর্জনা পঁচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে ভার্মিকম্পোস্ট তৈরি করা হয়।এ সার সকল মাঠ ফসল ,ফুল ,ফল ্ও শাকসবজিতে ব্যবহার করা যায়। কোঁচো সার বা ভার্মিকম্পোস্ট জমিতে প্রযোগ করলে জমিতে জৈব পর্দাথের পরিমান বৃদ্বি পাবে । এতে মাটির উর্বরতা বাড়বে। উর্বরতা বৃদ্বিসহ এ সার মাটির ভৌত,রাসায়নিক ্ও জৈবিক গুনাবলীর উন্নয়ন সাধন করে । ভার্মিকম্পোস্ট সার তৈরির প্রধান উপাদান হচ্ছে কেঁচো ,গরু বা মহিষর গোবর ,রান্ন্ ঘরের বা সবজি বাজারের আর্বজনা ,লতাপাতা, কচুরিপানা,কলাগাছ ইত্যাুদি যা আমাদের দেশে খুবই সহজলভ্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব দ্রব্য কিনতে টাকা পয়সার প্রযোজন হয় না । শুধুমাত্র কোঁচো কিনতে অল্প কিছু টাকার প্রযোজন হয় যা বেশিরভাগ লোকেরই নাগালের মধ্যে। তাছাড়া কেঁচো একবার কিনলে আর কেনার প্রযোজন হয় না । কেননা সার তৈরির সময় এই কেঁচো বংশ বৃদ্বি করে সংখ্যায় বাড়তে থাকে । সুতরাং কেঁচো বিত্রয় করে আয়্ও করা যায় । এর ফলে একদিকে পরিবেশ দূষণমুক্ত হবে । অন্যদিকে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমে জৈবসার ব্যবহারে ফসলের সার্বিক উন্নতি সস্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.