![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব ১ : অন্ধকার একটি রুম।আমি আর আমার গাছ।কষ্টহীন দুটি প্রাণ।কষ্ট বলতে আমাদেরকে আচ্ছন্ন করা অন্ধকার মাত্র।রুমের এক কোণায় ছোট একটা বন্ধ জানালা। ভাঙা জানালার ছিদ্র দিয়ে আলো ভিতরে এসে রুমের মধ্যে আলো আধাঁরের চক্র সৃষ্টি করেছে।আর আমি সেই চক্রে একটু একটু করে হারিয়ে যাচ্ছি।হালকা আলোতে আমি ওকে রোদ পোহাতে দিই।ওর সাথে কথা বলি।ওকে খুব সতেজ লাগে রোদে ভেজার পর।এই দুটি প্রাণের বেচেঁ থাকার একমাত্র উৎস পানি।দুটি প্রাণের বেচেঁ থাকার আশঁ ফুরিয়ে আসছে।গাছে ফুলের কুড়িঁ আসতে শুরু করেছে।আমি খুব নিস্তেজ হয়ে যাচ্ছি।ফুলগুলোকে দেখার অপেক্ষায় শেষ প্রহরটুকু গুনছি।অপেক্ষা.............আজ গাছটায় অনেকগুলো রঙিন ফুল ফুটেছে।প্রাণের বিনিময়ে প্রাণের সঞ্চার হয়েছে।
©somewhere in net ltd.