![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল সমুদ্র নাকি প্রেমিকের চুম্বনের মতো।আমি নীল সমুদ্র দেখে নি।আর ওষ্ঠও তার ছোঁয়া পায় নি।আমি কল্পনাতে নীল সাগর এঁকে নিয়েছি।কল্পনায় নীল সাগরের পাড়ে একাকী অনেকটা দূর হেটে বেড়িয়েছি।নীল পানি যখন আমার পায়ের আঙ্গুলগুলোকে ভিজিয়ে দিয়েছে,তখন ওই ভেজা বালির পায়ের ছাপে আর ঠান্ডা পানিতে মিশে থাকা অনুভূতিতে আমি তোমাকে খুঁজে নিয়েছি।বাতাসে মিশে থাকা গন্ধ মাতাল হওয়ার মতো।আর আমি হারিয়েছি তোমার মাতালতায়।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
মোহনা জান্নাত রহমান বলেছেন: দোয়া কইরো
২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: মোহনা জান্নাত রহমান ,
বেশ ছোট লেখা । তবে নীল সমুদ্র আর তার নীল ছোঁয়া নিয়ে অনেক লম্বা লেখা লিখতে পারা যেত ।
৩| ১০ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩
মোহনা জান্নাত রহমান বলেছেন: Thnx
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮
মুহামমাদ তানসেন বলেছেন: মোহনা ভাল লেখেছো