![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে ডায়েরীর প্রতিটি পাতায় যেখানে তোমার নাম খুজেঁ পেতাম আজ সেখানে শূন্যতার হাহাকার।আগে আমার পুরো স্বত্বা জুড়ে শুধু তুমিই ছিলে,আজও আছো।পার্থক্য আগে তোমার অস্বিত্ব ছিলো আর আজ সবই বিস্মৃতি।আগে তোমার আশায় থাকতে থাকতে হারওয়ে যাওয়া দিনগুলোর কথা ভেবে আমার বেলা শেষ হতো।আর আজ আমার বেলা শেষ হয় তোমার রেখে যাওয়া দুঃস্মৃতি মুছতে মুছতে।তোমার মিথ্যে মোহ,মায়া কিংবা অভিনয়ের টানে পথ হারা পথিকের মতো অনেকটা পথ হেটেঁছি।নিজেকে রক্তাক্ত করেছি তোমার মিথ্যে ছলনায়।আজ মায়া কেটে গেছে।শুধু মায়া কাটেনি,সাথে সাথে তোমার জন্য ভালোবাসার ঘোরও।নিজেকে নিয়ে ভালোই আছো।ঠিক আমার মতই তোমার চারপাশে বানানো মিথ্যে অনুভূতি গুলো ভেঙে কাচেঁর মতো চুরচুর হয়ে যাবে।তখন আমার কষ্টের কাছে তোমার কষ্ট মাথা নত করবে।দিশাহীনের মতো তখন আমায় খুজোঁনা। আমার ছায়াও তোমার উপস্থিতি সহ্য করতে পারে না।আগে তোমাকে দেখলে ক্ষণিকের জন্য আমার হৃদয় স্পন্দন স্তম্ভিত হতো।আর আজ আমি তোমাকে দেখলে খোলা আকাশ খুজিঁ বুক ভরে নিঃশ্বাসের আশায়।আমি খুব ভালো আছি।তুমিহীন আমার জীবন অনেকটা শান্ত সাগরের মতো।আমি তোমায় আমার নীল জলরাশির একটুকরো মণি ভেবেছিলাম।চোখের ভূলে নয়,মনের ভূলে আমি নিরেট পাথর গিলেছিলাম।আজ আমি নিস্তজ বা ক্লান্ত নই।আজ আমি শান্তির নিঃশ্বাস নিচ্ছি।তুমিহীন প্রতিটি নিঃশ্বাস।
©somewhere in net ltd.