![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতি কি? সবটুকুই ঘোরে আচ্ছন্ন অসময়ের প্রেম বিলাস।এক সময় অনুভূতিতে ঘুণ ধরে।আর তখন আস্তে আস্তে ঘুণে ধরা কাঠের মতো অনুভূতিগুলো চুরচুর হয়ে ধূলা হয়ে হারিয়ে যায়।হারানো অনুভূতিগুলোকে খুজলেঁ হয়তো রাস্তা,বাড়ির আশেপাশে কিংবা ময়লার ঝুড়িতে পাওয়া যেতে পারে।কম বয়সের অনুভূতিগুলো খানিকটা পানির মতো।যে পাত্রে রাখা হয়,সেই পাত্রের রঙ ধারণ করে।বহু পাত্রের পরিবর্তনের সাথে সাথে পানির পরিমানও কমতে থাকে।কেউ হয়তো চাইলেই পারতো পানি টুকুকে বোতলে ভরে নিজের কাছে রাখতে আর খানিকটা রঙ মিশিয়ে দিতে।আমার অনুভূতিতে আমি শুধু বিষের সন্ধান পেয়েছি। আড়ালে হারিয়ে যাওয়া, আমার কুড়ি-একুশ বছরের বিষে ভরা,ধূলায় আচ্ছন্ন অনুভূতিগুলো হয়তো কেউ একদিন খুজেঁ পাবে।হয়তো তার স্পর্শে আমি বিষ মুক্ত হবো।
©somewhere in net ltd.