![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের কোন কিছুকেই যে তুচ্ছ করে দেখতে হয় না তা অবশেষে উপলব্ধি করলাম।কেউ যদি বলে জীবন চলে জীবনের মতো তাহলে তার মত নির্বোধ আর একটাও নাই। প্রত্যেকটি সম্পর্ক,সম্পর্কের প্রেক্ষাপট নিয়ে জীবনের গতিপথ চলতে থাকে।আর এই সব সম্পর্ককে তো আমরাই ধারণ করি। আর অনাকাঙ্ক্ষিত সব অঘটনের দায়ভার দিয়ে দেই জীবনকে। যেখানে জীবনের বিন্দুমাত্র কোন ভূমিকা নেই। তোমার আমার জীবনের যত ভুল তার জন্য আমরা নিজেরাই দায়ী। শুধু শুধু অন্যকে দারভার দেওয়ার মধ্যে আসলেই কোন প্রাপ্তি নেই। যদি বলি আমি তাকে চিনি এর থেকে বড় রসিকতা হয়ত আর একটিও নেই, কেননা মানুষ চেনা বড়ই দায়। অঘটন তখনই ঘটে যখন কাউকে আপন ভেবে চেনার অপচেষ্টা চালানো হয়।এর থেকে ভালো অচেনাকে না চিনে নিরাপদ ব্যবধানে থেকে সম্পর্ককে আগলে রাখা।সব সম্পর্কের মাঝখানে একটা অদেখা লাল ইটের দেয়াল রাখা উচিত,যাতে মন চাইলেই তুমি নিজেকে গুটিয়ে নিতে পারো শামুকের মত দেয়ালের অন্য পাশে।চাইলেই আমি কারো জীবনে নোঙ্গর ফেলবো কিংবা কাউকে আমার জীবনে নোঙ্গর ফেলতে দিবো আর কিছু দিন পর শুকনো ফুলের মতো সম্পর্কের ঘ্রাণ হারিয়ে গেলে নোঙ্গর নিয়ে টানা হেঁচড়া শুরু করবো , এই দোষ কি অন্যকারো ? না। কোন সম্পর্ককে আলাদা কোন নাম দিতে নেই, কেননা একটা সময় পর সবকিছুই ফিকে হয়ে যায় আর যদি কিছু থেকে যায় তা হল শুধু নিজের অস্তিত্ব। নিজের সম্পূর্ণ সত্ত্বাকে বিলীন করে দিয়ে যে হাতটি ধরার চেষ্টা করবেন, সেই হাতটিই হয়তবা সবার আগে হাতছাড়া হয়ে যাবে। বরং নিজের হাতের যত্ন নিন,সময় মত চিরস্থায়ী হাতটি আপনার হাতকে ঠিকই খুঁজে নেবে।
©somewhere in net ltd.