![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে
মেয়ে নাকি ছেলে
একজন বলে মেয়ে
আর একজন বলে ছেলে
আচ্ছা মেয়ে হোক কিংবা ছেলে যেটাই হোক তাতেই আমি খুশি। আর অন্য দিকে একজন রাগে কিটমিট করছে।
দোতালা বাড়ির পাশের বিশাল আম গাছটায় এক জোড়া কাক বাসা বেধেঁছে।
ছেলেটার নাম টুস আর মেয়েটার নাম টুসি। এ নিয়ে টুসি দ্বিতীয় বারের মতো ডিম পেড়েছে। কাক দম্পতি খুব চিন্তায় আছে। আগের বার সব ডিম নষ্ট হয়ে গিয়েছিলো।প্রথম মা হবে টুসি। আশেপাশের কাকরা এসেছিলো ডিম দেখতে। কিন্তু শত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। কত দিন টুসির খাওয়া দাওয়া বন্ধ ছিলো।
আজ অনেক দিন বাদে টুস টুসির মুখে হাসি এসেছে। টুস প্রতিদিন অনেক অনেক খাবার আনে। টুসির যেনো ডিম ছেড়ে দূরে যেতে না হয়।
মহা আনন্দে দিন কাটে দুই পাখির। একটু সময়ের জন্য টুসি বাহিরে গেলে টুস ডিম গুলোকে পাহারা দেয়। একটি একটি করে দিন অতিবাহিত হচ্ছে। টুস আর টুসি অপেক্ষার প্রহর গুনছে।
নতুন করে ঘর সাজাচ্ছে তারা। নতুন নতুন ডালপালা আনছে। ঘরে নতুন বাচ্চা আসবে। তাদের জন্যই তো এতসব কষ্ট।
ডিম ফুটে বাচ্চা আসার সময় প্রায় হয়ে গিয়েছে। এখন টুসি ইকটু বাসা থেকে বের হতে পারে।
আকাশে হঠাৎ করে মেঘ করেছে। আর টুস টুসি বাসা থেকে বেশ খানিকটা দূরে। হঠাৎ বৃষ্টি আসলে কি হবে ভেবে অস্থির হয়ে উঠলো তারা। আকাশে কালো মেঘ জমেছে
অনেকটা সময় পার হয়ে গেলো। কতটা সময় ঠিক বলা যাবে না। টুস টুসি বাসায় ফিরে আসলো। সব কিছুই এলোমেলো। ওদের বাসার কোন চিহ্নও নেই। হঠাৎ করে ঝড় এসে সব কিছু এলো মেলো করে দিলো। আর কদিন বাদেই তো ডিম ফুটে ছানা
বের হতো।
ছানাদের নিয়ে টুসির কতো ইচ্ছে ছিলো। আর টুসতো একে বারেই চুপ।
বেশ কিছুদিন পর এর কথা
টুস টুসি আবার নতুন করে ঘর বেধেঁছে। নতুন স্বপ্ন চোখে। নতুন আশ্বাস। নতুন করে সব কিছু শুরুর প্রচেষ্টা।
©somewhere in net ltd.