![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ ভাবে বাঁচতে চাই
নিজের কৌতূহল মেটাতে গিয়ে এ বিষয়ে জানার চেষ্টা করেছিলাম যখন করে জেলা জজরা তাদের পদমর্যাদা নিয়ে বেশ হইচই শুরু করেছিল এবং নিজেদেরকে তিন বাহিনীর প্রধানের চেয়ে সিনিয়র হিসেবে দাবি করেছিল । সর্বশেষ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী আমাদের দেশের সকল সামরিক-বেসামরিক কর্মকর্তার তুলনামূলক পদমর্যাদা নিচে বোঝার সুবিধার্থে ছক আকারে তুলে দিলাম । এখানে প্রতিক্ষেত্রে
ক। বেসামরিক প্রশাসন (অ্যাডমিন ক্যাডার)
খ। পুলিশ
গ। আর্মি
ঘ। নেভী
ঙ। এয়ারফোরস বোঝানো হয়েছে ।
১ম গ্রেড
ক। ক্যাবিনেট সেক্রেটারি
খ। পুলিশে এই পদের সম মর্যাদার কোন পদ নেই
গ। জেনারেল
ঘ। অ্যাডমিরাল
ঙ। এয়ার চীফ মার্শাল
২য় গ্রেড
ক। প্রশাসনে এই পদের সম মর্যাদার কোন পদ নেই
খ। পুলিশে এই পদের সম মর্যাদার কোন পদ নেই
গ। লেফটেন্যান্ট জেনারেল
ঘ। ভাইস অ্যাডমিরাল
ঙ। এয়ার মার্শাল
৩য় গ্রেড
ক। সেক্রেটারি
খ। আই জি
গ। মেজর জেনারেল
ঘ। রিয়ার অ্যাডমিরাল
ঙ। এয়ার ভাইস মার্শাল
চতুর্থ গ্রেড
ক। এডিশনাল সেক্রেটারি
খ। এডিশনাল আই জি
গ। ব্রিগেডিয়ার জেনারেল
ঘ। কমোডোর
ঙ। এয়ার কমোডোর
৫ম গ্রেড
ক। জয়েন্ট সেক্রেটারি
খ। ডি আই জি
গ। কর্নেল
ঘ। ক্যাপ্টেন
ঙ। গ্রুপ ক্যাপ্টেন
ষষ্ঠ গ্রেড
ক। ডেপুটি সেক্রেটারি (ডিসির দায়িত্বপ্রাপ্ত)
খ। এডিশনাল ডি আই জি
গ। লেফটেন্যান্ট কর্নেল
ঘ। কমান্ডার
ঙ। উইং কমান্ডার
৭ম গ্রেড
ক। ডেপুটি সেক্রেটারি
খ। এস পি
গ। মেজর
ঘ। লেফটেন্যান্ট কমান্ডার
ঙ। স্কোয়াড্রন লীডার
৮ম গ্রেড
ক। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (ইউ এন ও ইত্যাদি)
খ। এডিশনাল এস পি
গ। ক্যাপ্টেন
ঘ। লেফটেন্যান্ট
ঙ। ফ্লাইট লেফটেন্যান্ট
৯ ম গ্রেড
ক। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এসিল্যান্ড,ম্যাজিস্ট্রেট ইত্যাদি)
খ। সিনিয়র এ এস পি
গ। লেফটেন্যান্ট
ঘ। সাব লেফটেন্যান্ট
ঙ। ফ্লাইং অফিসার
১০ ম গ্রেড
ক। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
খ। এ এস পি
গ। সেকেন্ড লেফটেন্যান্ট
ঘ। অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট
ঙ। পাইলট অফিসার
উল্লেখ্য, ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স হচ্ছে সরকারের জারিকৃত প্রজ্ঞাপণ যা গেজেট আকারে প্রকাশিত হয় । যে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স আমাদের দেশে প্রচলিত আছে তা প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে । সর্বশেষ জানুয়ারি ২০০৮ সালে এই ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে সংশোধন করা হয় । এখানে উপরের তালিকাটি তৈরি করা হয়েছে সকল বিভাগের মধ্যকার সামঞ্জস্যতার সাধারণ ধারণা প্রদানের জন্য ।
এখানে শুধুমাত্র বোঝার সুবিধার্থে একই পদমর্যাদার অফিসারদেরকে এক গ্রেডের অন্তর্ভুক্ত করা হয়েছে । যেমন পুলিশ বা আর্মিতে এ এস পি এবং সেকেন্ড লেফটেন্যান্ট হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে প্রথম বা সর্বনিম্ন পদ । প্রশাসনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি । কিন্তু পুলিশ বা সশস্ত্র বাহিনীর তুলনায় অ্যাডমিনে পদের সংখ্যায় তারতম্য থাকায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদটিকে ৯ম বা ১০ম যে কোন গ্রেডেই অন্তর্ভুক্ত করা যেতে পারে । এ বিষয়ে আপনাদের কারো অন্য কোন আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন ।
এছাড়াও এখানে আরও কিছু ব্যাতিক্রম আছে । সেগুলো হচ্ছে, ক্রমিক ৪ এ উল্লেখিত এডিশনাল সেক্রেটারিকে একই ক্রমে উল্লেখিত অন্যান্যদের চেয়ে সিনিয়র বিবেচনা করা হয় । এছাড়া ক্রমিক ৭ এ উল্লেখিত ডেপুটি সেক্রেটারির নিচের কোন পদের ব্যাপারে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে সরাসরি উল্লেখ না থাকলেও সরকারী বেতন স্কেলের সামঞ্জস্যতার ভিত্তিতে উপরে উল্লেখিত ধারণাটি অনেক দিন আগে থেকেই সামরিক-বেসামরিক উভয় প্রশাসনেই বহুল প্রচলিত এবং স্বীকৃত ।
এবার জেনে নিন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী দেশের প্রথম পনেরজন ব্যাক্তি কারা । এরা হচ্ছেন ক্রমানুসারে -
১। প্রেসিডেন্ট
২। প্রধান মন্ত্রী
৩। স্পীকার
৪। প্রধান বিচারপতি, সাবেক প্রেসিডেন্ট
৫। ক্যাবিনেট মন্ত্রী , চীফ হুইপ, ডেপুটি স্পীকার, প্রধান বিরোধীদলীয় নেতা / নেত্রী
৬। টেকনোক্র্যাট মন্ত্রী,ঢাকার মেয়র
৭। কমনওয়েলথ ভুক্ত দেশ সমুহের অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারগণ
৮। প্রধান নির্বাচন কমিশনার(সি ই সি), প্রতিমন্ত্রীগন, হুইপ, সুপ্রীম কোর্ট অ্যাপিলেট বিভাগের বিচারপতিগণ
৯। ইলেকশন কমিশনারগণ, সুপ্রীম কোর্ট হাই কোর্ট বিভাগের বিচারপতিগণ
১০। উপমন্ত্রীগণ
১১। উপমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত ব্যাক্তি
১২। ক্যাবিনেট সেক্রেটারি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান গণ
১৩। এম পি গণ
১৪। পরিদর্শক(visiting) অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারগণ
১৫। অ্যাটরনী জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আরও দশটি ধাপের কথা উল্লেখ আছে (মোট ২৫ টি)। সেগুলো অনেক দীর্ঘ বলে এখানে উল্লেখ করলাম না। কারো আগ্রহ থাকলে গুগল সার্চে গিয়ে খোঁজ দ্য সার্চ মেরে দেখতে পারেন ।
তবে ভাই এইখানে একটা কথা বলে রাখি, উপরের এইসব হোমড়া চোমড়া ব্যাক্তিদের বেতনের টাকা কিন্তু আসে আমজনতার ট্যাক্সের টাকা থেকে । তাই সবার উপরে হোক আমজনতা সত্য,তাহার উপরে নাই ।
আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে ।
সূত্রঃ
১। WARRANT OF PRECEDENCE, 1986 (Revised up to 7 January 2008)
Cabinet Division [Published in the Bangladesh Gazette, Extraordinary, dated the
20th September, 1986
২। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল
৩। সামরিক বেসামরিক বিভিন্ন কর্মকর্তার সাথে কথোপকথনে প্রাপ্ত তথ্য
জ্ঞানের কাঠখোট্টা কথা অনেক হল । এবার আমার একটা রস রচনার লিঙ্ক দিলাম । ছোটভাই বোনেরা আপাতত দূরে থাকো । প্রাপ্তবয়স্করা এইখানে গুঁতালে নিরাশ হবেন না কথা দিচ্ছি
ইঁচড়ে পাকা ছেলেবেলা ৩- নীল ছবির গল্প ( ১৮ পিলাচ, বাচ্চারা দূরে থাকো)
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৫
ইমরান০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ অনুজীব
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৩
ইকরাম উল্যাহ বলেছেন: ++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৭
ইমরান০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৪
মোঃ জুলকার নাঈন বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৯
ইমরান০০৭ বলেছেন: জুলকার ভাই, ভাল লাগল কিছু জানাতে পেরে ।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৩
হেডস্যার বলেছেন:
ইনফরমেটিভ।
প্রিয়তে রাখলাম।
++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৬
ইমরান০০৭ বলেছেন: হেডস্যারের প্রিয়তে যেতে পেরে বড়ই পুলকিত হলাম
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৮
সকলম বলেছেন: বাংলাদেশে অ্যাডমিরাল ও এয়ার চীফ মার্শাল (গ্রেড ১) নাই।
বাহিনীপ্রধান বাদে ভাইস অ্যাডমিরাল বা এয়ার মার্শাল (গ্রেড ২) ও নাই।
বিডিআর, আনসার, রাাব এদের সবার ডিজি পুলিশের আইজির সমপদের।
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫১
ইমরান০০৭ বলেছেন: একদম ঠিক বলেছেন । তবে ডিজি র্যাব পুলিশের আই জির সমপদের হলেও প্রটোকলের ক্ষেত্রে আই জি কে সিনিয়র ধরা হয় । অনেক ধন্যবাদ সকলম ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৮
িপকলুচাচা বলেছেন: ভাই হাইকট আর সুপ্রিম কোট এর বিছারপতি + জেলা জজ রা কুন পসিশন এ? +++++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৯
ইমরান০০৭ বলেছেন: প্লাসের জন্য ধইন্যা
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৯
িপকলুচাচা বলেছেন: ভাই হাইকট আর সুপ্রিম কোট এর বিছারপতি + জেলা জজ রা কুন পসিশন এ? +++++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩৯
ইমরান০০৭ বলেছেন: চাচা,বিচারপতিদের ব্যাপারে পোষ্টের শেষে দেশের হোমড়া চোমড়া ১৫ জনের লিস্টের মধ্যে বলা আছে । জেলা ও দায়রা জজরা পদমর্যাদার দিক থেকে ডি সি (জেলা প্রশাসক) , এডিশনাল ডি আই জি বা লেফটেন্যান্ট কর্নেলের সম র্যাঙ্কের ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৬
নরকের দেবদূত বলেছেন: পোস্টে প্লাস।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেলটা বা এর লিংক দিলে ভাল হয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৪
ইমরান০০৭ বলেছেন: ধন্যবাদ দেবদূত । শীঘ্রই এ বিষয়ে একটা পোষ্ট দেয়ার আশা রাখি ।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৫
পাকাচুল বলেছেন: ধন্যবাদ, তবে প্রত্যেক ক্ষেত্রে বেতন স্কেলটা দিলে বুঝতে আরো সুবিধা হতো।
তুলনা করতে পারতাম নিজেকে।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৭
পাকাচুল বলেছেন: মানে, পোস্টের সাথে সাথে তাদের বেতনের বেসিকটা দিলে ভালো হতো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭
ইমরান০০৭ বলেছেন: ধন্যবাদ পাকাচুল । শীঘ্রই সরকারী কর্মকর্তাদের বেতন ভাতা ও অন্যান্য বিষয়ে আরেকটা পোষ্ট দেয়ার আশা রাখি । বেতনের বেসিক স্কেল বিভিন্ন সময়ে খবরের কাগজে দেয়া হয়,বিশেষ করে নতুন পে স্কেল ঠিক করার আগে । সর্বশেষ স্কেল সম্পর্কে খুব তাড়াতাড়ি জানাতে পারবো আশা করি ।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৫
কর্ণেল সামুরাই বলেছেন: +++++++++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪২
ইমরান০০৭ বলেছেন: ধইন্যা কর্নেল । আপনার নিজের স্ট্যাটাস দেখে নিয়েছেন তো ? হাহাহা
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৯
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: প্রিয়তে....................+++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৩
ইমরান০০৭ বলেছেন: অনেক ধইন্যা বাঁধন
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫১
সমাধানদাতা বলেছেন: থ্যাংকু।
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:৪৬
ইমরান০০৭ বলেছেন: আপ্নেরে ওয়েলকাম
১৪| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১২:০০
রুমেল০৭ বলেছেন: লেখক বলেছেন: একদম ঠিক বলেছেন । তবে ডিজি র্যাব পুলিশের আই জির সমপদের হলেও প্রটোকলের ক্ষেত্রে আই জি কে সিনিয়র ধরা হয় । অনেক ধন্যবাদ সকলম ।
ডিজি র্যাব কখনই পুলিশের আই জির সমপদের না। ডিজি র্যাব সবসময় পুলিশের একজন এডিশনাল আই জি আর র্যাব পুলিশের ই এক টা ইউনিট ব্যতিত আর কিছুই নয়।
একমাত্র আই জি প্রথম শ্রেনীর পদ যা কি না সচিবের সমমান।
০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৮
ইমরান০০৭ বলেছেন: ধন্যবাদ রুমেল ভাই, ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে ডিজি র্যাবের কথা আলাদা ভাবে উল্লেখ নেই । উনি একজন এডিশনাল আই জি হলেও রাস্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু একটি বাহিনী প্রধান হিসেবে ওনার প্রটোকল অন্যান্য এডিশনাল আই জি দের আগে থাকে। তবে উনি আই জির জুনিওর এতে সন্দেহ নাই ।
তবে একটা কথা ডেপুটি সেক্রেটারিরা যখন ডিসি হিসেবে কোন জেলায় দায়িত্ব পালন করে তখন পদমর্যাদায় তারা এডিশনাল ডি আই জির সমান,যখন সচিবালয়ে থাকেন তখন এস পির সমান । লক্ষ্য করুন শুধুমাত্র জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সময় ডেপুটি সেক্রেটারী হওয়া সত্ত্বেও অন্যান্য ডি এস দের চেয়ে অধিক মর্যাদা পাচ্ছেন । আমার ধারনা ডিজি র্যাবের বিষয়টিও এরকম হবে। নির্ভরযোগ্য রেফেরেন্সের অভাবে খুব জোর দিয়ে ডিজি র্যাবের বিষয়টি পরিষ্কার করতে পারলাম না ভাই । আবারও ধন্যবাদ আপনাকে ।
১৫| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ১২:১১
রুমেল০৭ বলেছেন: ওয়ারেন্ট অব প্রিসিডেন্স শুধুমাত্র রাষ্টীয় আচার-অনুষ্টান এর জন্য প্রযোজ্য।এছাড়া এটার কোন ভিত্তি নাই। রাষ্টীয় আচার-অনুষ্টানএ কে কিভাবে বসবে বা আসন বিন্যাস কি হবে এটা নির্ধারন করে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স।
বেসিক্যালি এটার কোন মূল্য ই নাই।এটা দ্বারা তুলনামূলক পদমর্যাদা করা ঠিক হিবে না।
০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ১:০৪
ইমরান০০৭ বলেছেন: "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স শুধুমাত্র রাষ্টীয় আচার-অনুষ্টান এর জন্য প্রযোজ্য। রাষ্টীয় আচার-অনুষ্টানএ কে কিভাবে বসবে বা আসন বিন্যাস কি হবে এটা নির্ধারন করে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স।"
সহমত । তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া অন্য অনুষ্ঠানে কি আলাদা প্রোটোকল মানা হয় । হলে তার ভিত্তি কি? আমার জানা মতে হয় না । ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ই এই বিষয়ে একমাত্র নির্ভরযোগ্য দলিল ।
"এছাড়া এটার কোন ভিত্তি নাই।বেসিক্যালি এটার কোন মূল্য ই নাই।"
একমত হতে পারলাম না । সব দেশেই রাষ্ট্রের তুলনামুলক পদমর্যাদা বোঝাতে এই ধরনের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর প্রচলন রয়েছে । এটি মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে ক্যাবিনেট সচিবের সাক্ষরিত একটি গেজেট ।
"এটা দ্বারা তুলনামূলক পদমর্যাদা করা ঠিক হিবে না। "
আমার জানামতে বাংলাদেশে সরকারী কর্মকর্তাদের মধ্যে যাতে প্রটোকল নিয়ে কোন সন্দেহ না থাকে এই জন্য ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স একমাত্র পূর্ণাঙ্গ দিক নির্দেশনা যা সকল কর্মকর্তাকে মানতে হবে । এটি ছাড়া অন্য কোন পদমর্যাদা নির্ণায়ক পদ্ধতি আপনার জানা থাকলে শেয়ার করুন । উপকৃত হব ।
পুনশ্চঃ ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের শুরু এবং শেষ অংশ এখানে হুবুহু তুলে দিলাম
WARRANT OF PRECEDENCE, 1986
(Revised up to 7 January 2008)
Cabinet Division [Published in the Bangladesh Gazette, Extraordinary, dated the
20th
September, 1986
GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH
PRESIDENT’S SECRETARIAT
Cabinet Division
NOTIFICATION
Dhaka, September 11, 1986
(With amendments up to December, 2003)
No. CD- 10/1/85-Rules/361.- In Super session of all previous notification
on the Warrant of Precedence, the President is pleased to direct that the following
table be henceforth observed with respect to the precedence of persons
hereinafter named, namely:---------------------------------------------------------------------------------------------------------------
By order of the President
M.M. Zaman
Cabinet Secretary.
রাস্ট্রপতির আদেশক্রমে ক্যাবিনেট সচিব সাক্ষরিত গেজেটকে ভিত্তিহীন বা মুল্যহীন মনে হল কেন ঠিক বুঝলাম না ।
১৬| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৮:৩৬
রুমেল০৭ বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য।এখন কিছু বিষয় পরিষ্কার করার চেস্টা করছি,দেখুন হয় কিনা।
আমি আগেই বলেছি র্যাব পুলিশের ই এক টা ইউনিট ব্যতিত আর কিছুই নয়।এরকম পুলিশের আরো অনেক গুলো ইউনিট আছে like CID,SB,DB,Armed Police Battalion,Railway Police,Highway Police,Industrial police,Tourist police, etc.তো এরমধ্যে কয়েকটা ইউনিটের প্রধান Add. IG( like CID,SB)।সমস্ত ইউনিট গুলো নিয়েই কিন্তু পুলিশ বাহিনি।RAB is such a unit ,which is directly under IGP through the Add.IG .তাহলে Special Branch এর Head who is a Add. IG তার মর্যাদা কেন ডিজি র্যাবের সমান হবে না।র্যাব তো পুলিশের বাইরে আলাদা কোন বাহিনি নয়।র্যাব এসেছে Armed Police Battalion Act থেকে।
১৭| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৯:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, অনেক কিছু জানলাম। কিন্তু বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি কইরা আমার পদ মর্যাদা কোন পর্যায়ে সেইটা বুঝলাম না !
নাকি আমার কোন বেইল ই নাই !!
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১০:২০
ইমরান০০৭ বলেছেন: হাহাহা জহির ভাই, এইটা কি কইলেন । এইটাতো ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স আর বেতন স্কেল অনুযায়ী বিভাজন । আপ্নেরা মাস গেলে যে পরিমাণ রোজগার করেন তাতে এই লিস্টে আপনাকে পাচ সাতজন সচিবের সম মর্যাদা দিতে হবে হাহাহা ।
!
)
)
১৮| ০১ লা অক্টোবর, ২০১১ রাত ৯:১৮
রুমেল০৭ বলেছেন: এবার আসি দু নম্বর প্রশ্নে যার উত্তর অনেক টা আপনি ই দিয়েছেন।আপ্নি বলেছেন
"তবে একটা কথা ডেপুটি সেক্রেটারিরা যখন ডিসি হিসেবে কোন জেলায় দায়িত্ব পালন করে তখন পদমর্যাদায় তারা এডিশনাল ডি আই জির সমান,যখন সচিবালয়ে থাকেন তখন এস পির সমান । লক্ষ্য করুন শুধুমাত্র জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সময় ডেপুটি সেক্রেটারী হওয়া সত্ত্বেও অন্যান্য ডি এস দের চেয়ে অধিক মর্যাদা পাচ্ছেন । আমার ধারনা ডিজি র্যাবের বিষয়টিও এরকম হবে।"
দেখুন দায়িত্ব ভেদে মর্যাদা চেঞ্জ হচ্ছে।একজন District Judge/Session Judge যে কোন অপরাধি কে মৃত্যু দন্ড দেয়ার ক্ষমতা রাখেন যা কিনা একজন সচিব ও দিতে পারেন না।আবার দেখুন একজন সচিব যা করতে পারেন তা কিন্তু একজন জাজ করতে পারেন না।
বাংলাদেশে এক মাত্র পুলিশেরই আইনগত ক্ষমতা আছে যে কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার যা কিনা অন্য কোন বাহিনির নেই।একজন পুলিশের ইন্সপেক্টর তার তদন্তের স্বার্থে সচিব থেকে শুরু করে এমনকি প্রধান মন্ত্রিরও জবানবন্দি চাইতে পারেন।
অপরদিকে যুদ্ধ কালীন বা জরুরি অবস্তায় সেনাবাহিনির সব ক্ষমতা।
একজন এস পি একটি জেলার সমস্ত আইন শৃংখলার জন্য দায়ি।জেলা লেভেলের তিন জন বড় কর্মকর্তা হচ্ছেন ডিসি,এস পি এবং জেলা জাজ।তিন জন তিন বিভাগের,দায়িত্ব ও তিন রকম।এখন কাকে আপনি নিচে ফেলবেন বা কাকে ছোট করে দেখবেন?
সিভিল প্রশাসনের সাথে সামরিক প্রশাসনের তুলনাতো আরো অনেক দূরের কথা ।যেখানে আপনি সিভিল প্রশাসনের তিন বিভাগের কর্মকর্তা দের মধ্যে তুলনা করতে পারছেন না।
আবার দেখুন সেনাবাহিনি তে ব্যাটালিয়ানের দায়িত্বে থাকেন একজন কর্নেল অথবা লেফটেন্যান্ট কর্নেল।অথচ একটি Armed Police Battalion এর দায়িত্বে থাকেন একজন এস পি।
আবার দেখুন একজন এস পি যখন পুলিশ হেড কোয়ার্টারে কাজ করে তখন তাকে বলা হয় AIG(Assistant Inspector General).
দেখুন দায়িত্ব এবং কর্মভেদে পদমর্যাদা পরিবর্তিত হচ্ছে।এজন্যই আমি বলেছি এটা দ্বারা তুলনামূলক পদমর্যাদা করা ঠিক হিবে না।এবং বেসিক্যালি এটার কোন মূল্য ই নাই।ওয়ারেন্ট অব প্রিসিডেন্স শুধুমাত্র রাষ্টীয় আচার-অনুষ্টান এর জন্য প্রযোজ্য- এছাড়া এটার আর কোন ব্যবহার নেই।তাই কারও কোন হীন মন্যতায় ভোগার বা গর্ব করার কারন নেই।সবাই তাদের কাজের দিক থেকে মূল্যবান।
আপনাকে আবারো ধন্যবাদ।ভালো থাকবেন।
০১ লা অক্টোবর, ২০১১ রাত ১১:২০
ইমরান০০৭ বলেছেন: রুমেল ভাই,প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমার পোষ্টটিকে আরও সমৃদ্ধ করারা জন্য ।
"আবার দেখুন সেনাবাহিনি তে ব্যাটালিয়ানের দায়িত্বে থাকেন একজন কর্নেল অথবা লেফটেন্যান্ট কর্নেল।অথচ একটি Armed Police Battalion এর দায়িত্বে থাকেন একজন এস পি।"
এখানে একটা তথ্যগত ভুল হয়েছে । সেনা অফিসারদের সাথে কথা বললে জানতে পারবেন আর্মির ছোট(মাইনর) ব্যাটালিয়ন বা ইউনিট কমান্ড করে মেজর এবং বড় ব্যাটালিয়ন কমান্ড করে লেঃ কর্নেল,কর্নেলরা কখনই এ ধরণের কমান্ডে থাকে না । আর র্যাবে ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে এডিশনাল আই জি অথবা লেঃ কর্নেলরা থাকেন ।
"তাই কারও কোন হীন মন্যতায় ভোগার বা গর্ব করার কারন নেই।সবাই তাদের কাজের দিক থেকে মূল্যবান।"
চরম ভাবে সহমত । দেখুন,আমার বিবেচনায় একটি উপজেলায় ইউ এন ওর পরই সবচে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে থানার ওসি । অথচ উপজেলায় আরও বেশ কিছু প্রথম শ্রেনীর অফিসার থাকলেও ওসিকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়া হয়েছে ।যাই হোক দায়িত্ব এবং কর্মভেদে পদমর্যাদা পরিবর্তিত হলেও রাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠান সহ অন্যান্য ক্ষেত্রে বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যেই ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স প্রবর্তন করা হয়েছে বলে অনুমেয় । আমরা আশা করি আমাদের দেশের কর্মকর্তারা কে ছোট কে বড় এই ধরণের হীনমন্যতায় না ভুগে কাধে কাঁধ মিলিয়ে দেশ টাকে এগিয়ে নিয়ে যাবেন,আমাদেরকে আরেকটু ভাল রাখবেন ।
বস্তুত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের ক্ষেত্রে একটা কথা খাটে,আমার যদি সু্যোগ থাকত তাহলে লিখে দিতাম
"এটি সকল ক্ষেত্রে সমানুপাতিক নয়,শুধুমাত্র সামঞ্জস্যতার সাধারণ ধারণা প্রদানের জন্য প্রণীত।"
ভাল থাকবেন আপনিও । কথা বলে ভাল লাগলো আপনার সাথে এবং অনেক কিছুই জানলাম আপনার মাধ্যমে । অনেক ধন্যবাদ ।
১৯| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:০৯
রুমেল০৭ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই।আমিও অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে।আরেকটা ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য।
আপনিও একটা ছোট্ট ভুল করেছেন বলে মনে হচ্ছে আমার
আপনি লিখেছেন"আর র্যাবে ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে এডিশনাল আই জি অথবা লেঃ কর্নেলরা থাকেন ।"
আমার মনে হয় এখানে Add.IG না হয়ে Add.DIG হবে।RAB এর মহাপরিচালক হচ্ছেন এডিশনাল আই জি।
যাই হোক আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল ।এরকম গঠন মূলক আলোচনার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।আশা করি মাঝে মাঝে কথা হবে।ভালো থাকবেন ইমরান ভাই।
২০| ০২ রা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫০
ইমরান০০৭ বলেছেন: "আমার মনে হয় এখানে Add.IG না হয়ে Add.DIG হবে।RAB এর মহাপরিচালক হচ্ছেন এডিশনাল আই জি।"
আপনি একদম ঠিক বলেছেন। স্লিপ অফ টাইপিং, "ডি" বাদ পড়ে গিয়েছিল । ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য । শুভ কামনা রইল ।
২১| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৩
ইকরাম উল্যাহ বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, অনেক কিছু জানলাম। কিন্তু বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি কইরা আমার পদ মর্যাদা কোন পর্যায়ে সেইটা বুঝলাম না !নাকি আমার কোন বেইল ই নাই !!
আমাদের নাচা গানার আসরে প্রতিমন্ত্রিরা বসে মাটিতে
০৪ ঠা অক্টোবর, ২০১১ দুপুর ১:০৪
ইমরান০০৭ বলেছেন:
২২| ০৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৭
মুহাম্মদ ফয়সল বলেছেন: মনে হইল এক ঘন্টার একটা ক্লাস করলাম। তবে প্রীয়তে সরাসরি..... এবং দুনিয়ার প্লাস্
০৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
ইমরান০০৭ বলেছেন: হাহাহা ফয়সল ভাই, ক্লাশ নেবার জন্য দুঃখিত । প্রিয় এবং প্লাসের জন্য দুনিয়ার ধন্যবাদ ।
২৩| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১২
নিশাচর নাইম বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:১১
ইমরান০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২৪| ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:২৯
িরয়াজ েমাহাম্মদ শািকল বলেছেন: কঠিন পোষ্ট।
ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৭
ইমরান০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২৫| ১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭
আইনউদদীন বলেছেন: অনেক কিছু জানলাম
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৭
ইমরান০০৭ বলেছেন: জানাতে পেরে ভাল লাগলো ।
২৬| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪২
জানালার বাইরে বলেছেন: প্রিয়তে না রাইখা উপায় নাইরে ভাই।
১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৫
ইমরান০০৭ বলেছেন: রাইখ্যা দেন ভাই,আপনাদের জন্যই তো লিখলাম।ধইন্যা
২৭| ২০ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: Post prioyte. + lon
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৯
ইমরান০০৭ বলেছেন: আপনিও ধইন্যা লন
২৮| ২৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:২২
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২
ইমরান০০৭ বলেছেন: খাইছে ,এ দেখি স্বয়ং রাস্ট্রপ্রধান
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৮
ৈজয় বলেছেন: অনেক ধন্যবাদ। খুবইগুরুত্বপূর্ণ পোস্ট। ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট সম্পর্কে খোঁজ দ্য সার্চ দিয়ে এই লেখাটি পেলাম এবং উপকৃত হলাম। আমজনতার উপরে কিছু নাই , অতি মূল্যবান দৃষ্টিভঙ্গি।
১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৩
ইমরান০০৭ বলেছেন: ধইন্যা লন ভাই ।
৩০| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:৫০
রাহিক বলেছেন: সুন্দর এই পোস্টটির জন্য +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:০২
ইমরান০০৭ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,রাহিক ।
৩১| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৭
না তুমি না আমি বলেছেন:
তবে ভাই এইখানে একটা কথা বলে রাখি, উপরের এইসব হোমড়া চোমড়া ব্যাক্তিদের বেতনের টাকা কিন্তু আসে আমজনতার ট্যাক্সের টাকা থেকে । তাই সবার উপরে হোক আমজনতা সত্য,তাহার উপরে নাই ।
আহ্ চমৎকার লাগিলো......
০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:০৪
ইমরান০০৭ বলেছেন: আপনার প্রোফাইল পিকচারের প্রজাপতিটা দারুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১১
অণুজীব বলেছেন: ++++++