![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ হয়ে থাকতে চাই, এপৃথিবীকে ভবিষ্যতের মানুষের জন্য আরো উপযুক্ত করে রেখে যেতে চাই, যেখানে মানুষ মানুষের জন্য হবে। এবং তার স্রষ্টাকে ভালোবাসবে।
একে অপরকে গালি দেয়া, একজন আরেকজনকে মুক্তিযুদ্ধবিরোধী বা ইসলাম বিরোধী বলা, মুরতাদ বা যুদ্ধাপরাধীর পক্ষ বলা, কাউকে ভাদা বা পাদা বলা,.... এগুলো করে আমরা কি বিভক্ত হয়ে যাচ্ছিনা?
যুদ্ধ, সংঘর্ষ, হরতাল আর বিচারবহির্ভুত গুলিবর্ষণ আর কতকাল আমাদের দেখতে হবে?
যেখানে সহমর্মিতা আর সহনশীলতা প্রদর্শন করে দেশকে আমরা অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারি, কেন নির্বাচনের সময় এলে সরকারী ও বিরোধীদল চরম বিপক্ষে অবস্থান নেয়, আর ভুলে যায় দেশের অগণিত শান্তিপ্রিয় মানুষের কথা?
ভোটই কি বড় কথা? দেশের চেয়ে কি দল বড়?
চলুন বিভেদ ভুলে স্বাধীনতার ৪২ বছর পর আর কোন অপবাদ নয়, কেউ কাউকে মুরতাদের পক্ষ বা যুদ্ধাপরাধীর পক্ষ না বলে দেশ গঠনে মনোযোগ দিই। দলের নয়, দেশের জন্য সর্বশক্তি দিয়ে আত্মনিবেদিত হই।
২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
নিরব বাংলাদেশী বলেছেন: এখন আসলেই একটু ভাবা দরকার
Click This Link
Click This Link
৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
পথের পরিচয় বলেছেন: কে শোনে কার কথা? সহনশীলাতা, সহমর্মিতা-- এসব কথা বললে আমি-আপনি-আমরা সবাই রাজাকার হয়ে যাব। না হয়ে যাব মুরতাদ।
৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬
সু্মিত বলেছেন: পরমতসহিষ্ণুতার অর্থ যদি হয় যুদ্ধাপরাধিদের খালাশ; তবে এমন পরমতসহিষ্ণুতারদরকার নাই।
যুদ্ধাপরাধিদের খালাশ না দিলে জামতি ভাংচুড় চলতেই থাকবে।
সো কি দাড়াইলো?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
Shihab Khan বলেছেন: বিভক্তি আমাদের জন্যই ক্ষতির কারন হবে। Click This Link